ঢাকা, রবিবার, ২৭ জুলাই ২০২৫
Sharenews24

'যেভাবে নির্বাচনের প্রতীক হয়ে উঠলো একটি কুকুর'

২০২৫ জুলাই ২৬ ১৫:৪২:০৯
'যেভাবে নির্বাচনের প্রতীক হয়ে উঠলো একটি কুকুর'

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের বিভিন্ন বিতর্কিত ঘটনা ও দমন-পীড়নের চিত্র তুলে ধরে রাজধানীতে এক ব্যতিক্রমী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। "জাগ্রত জুলাই" এবং "জুলাই ঐক্য" নামের দুটি সংগঠনের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে স্থান পেয়েছে গুম, খুন, শাপলা চত্বরের গণহত্যা, নিরাপদ সড়ক আন্দোলন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং প্রহসনের নির্বাচনসহ নানা অভিযোগের শৈল্পিক রূপ।

প্রদর্শনীতে সবচেয়ে বেশি নজর কেড়েছে শেখ হাসিনার একটি ব্যঙ্গচিত্র, যেখানে তাকে ভারতের পতাকার রঙের একটি হাতের ওপর নৃত্যরত অবস্থায় দেখানো হয়েছে। তার হাতে একটি বোতল এবং মুখে বিকৃত হাসি ফুটিয়ে তোলা হয়েছে, যা তার শাসনকালকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করার একটি প্রচেষ্টা।

প্রদর্শনীতে বিভিন্ন ভাগে শেখ হাসিনা সরকারেরচিত্র তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে:

গুম-খুন ও নিপীড়ন: বিগত বছরগুলোতে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের ছবি এবং সেসব ঘটনার বিবরণ দেওয়া হয়েছে।

শাপলা চত্বর ও লগি-বৈঠার তাণ্ডব: ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনা এবং ২০০৬ সালের লগি-বৈঠার সহিংসতার ছবি দিয়ে একটি অংশ সাজানো হয়েছে।

জুডিশিয়াল কিলিং: বিভিন্ন রাজনৈতিক নেতা, যাদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়ায় বিতর্কিত রায় দেওয়া হয়েছে বলে অভিযোগ, তাদের ছবি দিয়ে এই অংশটি তৈরি করা হয়েছে।

নিরাপদ সড়ক আন্দোলন: ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ছবি ও সংবাদপত্রের কাটিং দিয়ে একটি দেয়াল সাজানো হয়েছে।

প্রহসনের নির্বাচন: প্রদর্শনীর অন্যতম আকর্ষণীয় অংশ হলো নির্বাচনের ব্যালট বাক্স। স্বচ্ছ ব্যালট বাক্সগুলোর পাশে একটি কুকুরের ছবি রাখা হয়েছে, যা ২০২৪ সালের ৭ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনের প্রতীকী রূপ বলে আয়োজকরা জানিয়েছেন। সে সময় একটি ভোটকেন্দ্রে ভোটারের বদলে কুকুর শুয়ে থাকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল।

প্রদর্শনী দেখতে আসা দর্শনার্থীরা আয়োজনের প্রশংসা করে বলেন, এর মাধ্যমে শেখ হাসিনা সরকারের নিপীড়নমূলক শাসনের একটি চিত্র ফুটে উঠেছে।

এক দর্শক বলেন, "এই প্রদর্শনীর মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে শেখ হাসিনা কতটা নিকৃষ্ট ফ্যাসিস্ট হায়েনা ছিলেন। আমরা দেখেছি তার সরকার ভোটারবিহীন নির্বাচন করেছে, যেখানে ভোটকেন্দ্রে ভোটারের বদলে কুকুর ঘুমিয়েছে।"

আরেকজন বলেন, "নির্বাচনের নামে তামাশা করা হয়েছিল। এই প্রতিকী ছবির মাধ্যমে আমরা বোঝাতে চেয়েছি যে, সেই নির্বাচনে মানুষ ভোট দেয়নি, বরং হিংস্র পশুরা অংশ নিয়েছিল।"

আয়োজকরা জানান, শেখ হাসিনার শাসনামলের অপকর্মের চিত্র মানুষের সামনে তুলে ধরতেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সেই সময়ের ইতিহাস সম্পর্কে জানতে পারে। তাদের মতে, এই প্রদর্শনীতে যা দেখানো হয়েছে তা ছিল শেখ হাসিনার অপকর্মের মাত্র ১০ শতাংশ।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে