ঢাকা, রবিবার, ২৭ জুলাই ২০২৫
Sharenews24

ভারতের বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

২০২৫ জুলাই ২৬ ১৫:১৩:৪৯
ভারতের বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ভারতে অবস্থানরত কোনো রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশ গ্রহণ করবে না—এমন কঠোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। একইসঙ্গে সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের পুশব্যাক কার্যক্রম পরিচালনার জন্য ভারতীয় কর্তৃপক্ষের সমালোচনাও করেন তিনি।

শনিবার সকালে নারায়ণগঞ্জে র‍্যাব-১১ সদর দফতর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন,“যারা রোহিঙ্গা, তাদের আমরা গ্রহণ করছি না। যদি কেউ প্রকৃত বাংলাদেশি নাগরিক হন এবং ভারতে অবৈধভাবে অবস্থান করেন, তাহলে তাকে আমরা নিতে প্রস্তুত—তবে সেটি সঠিক ও স্বীকৃত চ্যানেলের মাধ্যমে হতে হবে।”

তিনি আরও জানান, বিষয়টি ইতোমধ্যে ভারতীয় কর্তৃপক্ষকে স্পষ্টভাবে জানানো হয়েছে। প্রকৃত বাংলাদেশিদের ফিরিয়ে আনার ক্ষেত্রে দুই দেশের মধ্যে সমন্বিত ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণের উপর জোর দেন তিনি।

সম্প্রতি হিউম্যান রাইটস ওয়াচ তাদের এক প্রতিবেদনে ভারতের পুশব্যাক প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,“বাংলাদেশ সবসময় আন্তর্জাতিক আইন ও মানবাধিকার মেনে চলার প্রতিশ্রুতিতে অটল। অন্য দেশ থেকেও বাংলাদেশ নাগরিকদের ফেরত আনতে প্রপার চ্যানেল ব্যবহার করে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন,“সঠিক তদন্তের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো বাহিনীকে বেআইনি নির্দেশনা দেওয়া হয়নি। বরং তাদের নির্দেশনা দেওয়া হয়েছে—আইনের সীমার মধ্যেই কার্যক্রম পরিচালনা করতে হবে।”

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে