ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
Sharenews24

শেখ হাসিনার বিরুদ্ধে আল জাজিরার চাঞ্চল্যকর অনুসন্ধান

২০২৫ জুলাই ২৪ ১১:০৩:১৯
শেখ হাসিনার বিরুদ্ধে আল জাজিরার চাঞ্চল্যকর অনুসন্ধান

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের অনুসন্ধানী ইউনিটের মাধ্যমে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে গোপনে রেকর্ড করা কিছু ফোনালাপ এবং নথিপত্র তুলে ধরা হয়, যেখানে ২০২৪ সালের জুলাইয়ে শিক্ষার্থী আন্দোলন দমনে সরকারের কঠোর অবস্থানের চিত্র তুলে ধরা হয়েছে।

‘হাসিনা – জুলাইয়ের ৩৬ দিন’ শিরোনামের ওই প্রামাণ্যচিত্রে দাবি করা হয়েছে, আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীর হাতে প্রায় ১,৫০০ জন নিহত এবং ২৫,০০০ এর বেশি আহত হন। এ সময় ৩০ লাখ রাউন্ড গুলি ছোড়া হয় বলেও উল্লেখ করা হয়।

প্রকাশিত একটি ফোনালাপে শেখ হাসিনা ঢাকার দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে বলেন, “আমার নির্দেশনা ইতোমধ্যে দেওয়া হয়েছে। আমি খোলা আদেশ দিয়েছি। এখন তারা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে, যেখানেই পাবে গুলি চালাবে।” অন্য এক রেকর্ডিংয়ে হেলিকপ্টার থেকে গুলি চালানোর নির্দেশের কথাও উঠে আসে। এক চিকিৎসক জানান, হেলিকপ্টার থেকে চালানো গুলিতে অনেকে নিহত ও আহত হয়েছেন।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, আন্দোলনকালে নিহত ছাত্র আবু সাইয়েদের ময়নাতদন্ত প্রতিবেদন পাঁচবার পরিবর্তনের চেষ্টা করা হয়, যার পেছনে allegedly শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের ভূমিকা ছিল। নিহতের পরিবারকে ভয় দেখিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করানো হয় বলেও অভিযোগ তোলা হয়।

আল জাজিরা আরও দাবি করেছে, সরকার ওই সময় ইন্টারনেট বন্ধ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহিংসতার চিত্র পৌঁছাতে বাধা দেওয়ার চেষ্টা করেছিল।

আওয়ামী লীগ এই প্রতিবেদনের অনেক অংশকেই ‘ভিত্তিহীন’ ও ‘বানোয়াট’ বলে দাবি করেছে। দলটির পক্ষ থেকে জানানো হয়, শেখ হাসিনা কখনও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেননি এবং ১৮ জুলাইয়ের কথিত ফোনালাপটি ‘সম্পূর্ণ জাল’। আবু সাইয়েদের পরিবারের অভিজ্ঞতা নিয়ে তারা দুঃখ প্রকাশ করলেও, ইন্টারনেট বন্ধের বিষয়টি আন্দোলনকারীদের সহিংস আচরণের পরিপ্রেক্ষিতে করা হয়েছিল বলে দাবি করা হয়।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে