ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
Sharenews24

মাকে বাড়িতে ঢুকতে বাধা দেওয়া সেই ছেলে গ্রেপ্তার

২০২৫ জুলাই ১৫ ১৭:৩০:১৫
মাকে বাড়িতে ঢুকতে বাধা দেওয়া সেই ছেলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে বাধা দিয়ে জীবনের জন্য হুমকি দেওয়ার অভিযোগে ছেলে জুমাতুল এম ইসলাম সৌরভসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন: ছেলে জুমাতুল এম ইসলাম সৌরভ (৩২), চকদেব এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ খোকন (৪৫), কাজীর মোড় এলাকার চান্দুর ছেলে নাহিদ ইসলাম (৩৫)।

সোমবার (১৪ জুলাই) ৭০ বছর বয়সী বিলকিস আক্তার তাঁর স্বামীর রেখে যাওয়া বাড়িতে ঢুকতে গেলে ছেলে সৌরভ ও তার সহযোগীরা বাধা দেন। প্রায় ৫ ঘণ্টা অপেক্ষার পরও তিনি বাড়িতে প্রবেশ করতে পারেননি। এরপর একই দিন বিকেলে বাড়ির বাইরে মা ও ছেলের পক্ষে লোকজনের মধ্যে হাতাহাতি হয়।

বিলকিস আক্তার জানান, তাঁর স্বামী প্রায় ৩০ বছর আগে ওই বাড়ি নির্মাণ করেছিলেন। স্বামীর মৃত্যুর পর সম্পত্তির মালিকানা নিয়ে ছেলে ও মেয়েদের মধ্যে বিরোধ শুরু হয়। ছেলে সৌরভ সম্পত্তি একচ্ছত্র অধিগ্রহণের জন্য চাপ দিতে থাকেন, যা তিনি ও মেয়েরা মেনে নেননি।

ছেলে সৌরভ গ্রেপ্তারের আগে জানিয়েছিলেন,“মা আমার জীবনের জন্য হুমকি স্বরূপ। তাই তাকে বাড়িতে ঢুকতে দিচ্ছি না। বাড়িতে থাকলে আবার পারিবারিক কলহ ও মারামারি হতে পারে।”

নওগাঁ সদর মডেল থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন,“ছেলে ও তার সহযোগীরা বৃদ্ধ মাকে বাড়িতে ঢুকতে বাধা দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপক্ষকে থানায় নিয়ে আসে। সৌরভ মারধর করতে চাইলে তাকে আটক করা হয়। মামলার ভিত্তিতে অভিযুক্তরা গ্রেপ্তার ও আদালতে পাঠানো হয়েছে।”

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে