ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
Sharenews24

ওসিসহ ৬ পুলিশকে প্রত্যাহার

২০২৫ জুলাই ১৫ ১৭:০৬:৪২
ওসিসহ ৬ পুলিশকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান ও এএসআই বিপ্লব বড়ুয়াসহ মোট ছয়জন পুলিশ সদস্যকে ঘুষ গ্রহণের অভিযোগে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) তাদের সরিয়ে হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই সিলেট থেকে ঢাকাগামী একটি পণ্যবাহী কাভার্ডভ্যান খাঁটিহাতা মহাসড়কে আটকান টহলরত পুলিশ সদস্যরা।

তারা কাভার্ডভ্যানে অবৈধ পণ্য পরিবহণের অভিযোগ তুলে চালকের কাছ থেকে ৮০ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন।এই ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে পুলিশের ঊর্ধ্বতন মহলে তৎপরতা শুরু হয়।

ঘটনার পরদিনই অভিযুক্ত ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। তাদের মধ্যে রয়েছেন থানার ওসি মামুন রহমান এবং এএসআই বিপ্লব বড়ুয়া।

থানার দায়িত্বপ্রাপ্ত নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই সজীব মিয়া বলেন,"একটি অভিযোগের ভিত্তিতে ছয়জন সদস্যকে একসঙ্গে প্রত্যাহার করা হয়েছে। আমি সোমবার থেকে দায়িত্ব পালন করছি।"

হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খাইরুল আলম বলেন,"ঘটনার তদন্তের জন্য একজন অতিরিক্ত পুলিশ সুপারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে