ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
Sharenews24

যেভাবে ফাঁদ পাতা হয় জানালেন সারজিস আলম

২০২৫ জুলাই ১৫ ১০:০৬:৩১
যেভাবে ফাঁদ পাতা হয় জানালেন সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কিছু অভিযোগ ও নাটকের স্ক্রিপ্ট নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। সোমবার (১৪ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব “নাটকের স্ক্রিপ্ট” উল্লেখ করে তার ব্যাখ্যা দিয়েছেন এবং অভিযোগের পেছনে সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কেও মত দেন।

সারজিস আলম লেখেন,“এই সস্তা স্ক্রিপ্ট কারও ব্যক্তিগত হতে পারে, কোনো রাজনৈতিক দলের হতে পারে, কিংবা কোনো এজেন্সিরও হতে পারে। শিখছি, আগামীতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ।”

নাটকের চারটি ধাপ ও তাদের 'সমাধান' হিসেবে তিনি যেভাবে বর্ণনা করেছেন, তা নিচে হুবহু তুলে ধরা হলো:

(নাটকের স্ক্রিপ্ট)

ধাপ-১: মাসের পর মাস বারবার কল-ম্যাসেজ দিয়ে পার্টির ১-২ জন শীর্ষ নেতার সঙ্গে যেকোনো মূল্যে কথা বলা। (Mission: Successful)

ধাপ-২: পার্টির প্রতি নিঃস্বার্থ আবেগ দেখিয়ে ও নিজেকে দানবীর রূপে উপস্থাপন করে স্বেচ্ছায় বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করা। এতে টপ লিডারদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হবে। (Mission: Successful)

ধাপ-৩: সেই সম্পর্কের দোহাই দিয়ে অবৈধ সুযোগ, ব্যবসা বা টেন্ডার দাবি করা। (Mission: Failed)

ধাপ-৪: চাওয়া পূরণ না হলে হোয়াটসঅ্যাপ কনভারসেশন, ভয়েস মেসেজ, গোপনে ধারণকৃত ভিডিও অন্য রাজনৈতিক দলের সোশ্যাল মিডিয়া কর্মীদের দিয়ে ছড়িয়ে দিয়ে চরিত্রহনন করার চেষ্টা। (এটাই চূড়ান্ত পরিকল্পনা?)

(ব্যক্তিগত মত ও পরামর্শ)

১. “প্রিয় ধান্দাবাজ আপু, এরপর থেকে যার সাথে বাটপারি করবেন, আইফোন কেনার ভুয়া মেমোতে তার নাম দিয়েন। তাহলে স্ক্রিপ্টটা বেশি বিশ্বাসযোগ্য হবে।”

২. “যার সাথে ছ্যাচরামি করার পরিকল্পনা, তার সঙ্গে বেশি হোয়াটসঅ্যাপ মেসেজ করেন, কম কল দেন। ৪ মাসে আমাদের ৪০ টাও কনভারসেশন নাই। স্ক্রিনশটগুলো খুব দুর্বল।”

৩. “আপনার মতো এজেন্টদের দিন শেষ। দালালির বদলে নতুন পেশা খুঁজুন।”

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে