ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫
Sharenews24

অপরাধের হার নিয়ে মুখ খুলল অন্তর্বর্তী সরকার

২০২৫ জুলাই ১৪ ১৫:৫৭:২০
অপরাধের হার নিয়ে মুখ খুলল অন্তর্বর্তী সরকার

নিজস্ব প্রতিবেদক:সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে অপরাধের হার বৃদ্ধি পেয়েছে—এমন প্রতিবেদন প্রকাশিত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়। বিষয়টি নিয়ে এবার আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিয়েছে অন্তর্বর্তী সরকার।

সোমবার (১৪ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশের অপরাধ পরিসংখ্যান তুলে ধরা হয়। সেখানে বলা হয়, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সময়কালে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল ছিল।

পোস্টে জানানো হয়, চলতি বছরের প্রথম ১০ মাসে খুন, ধর্ষণ ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধের ঘটনায় মোট ১,৪৪,৯৫৫টি মামলা রুজু হয়েছে। এই সময়ের মধ্যে খুন হয়েছে ৩,৫৫৪টি, ধর্ষণের ঘটনা ঘটেছে ৪,১০৫টি এবং ডাকাতির ঘটনা হয়েছে ৬১০টি। নারী ও শিশু নির্যাতনের ঘটনা ছিল ১২,৭২৬টি এবং পুলিশের ওপর হামলার ঘটনা ছিল ৪৭৯টি।

সেখানে আরও উল্লেখ করা হয়, ২০২০ সালের তুলনামূলক চিত্রেও দেখা যায়, খুনের ঘটনা সে বছর ছিল ৩,৫৩৯টি এবং ধর্ষণ ছিল ৬,৫৫৫টি। তাছাড়া ওই বছর মোট মামলা হয়েছিল ১,৮৭,৯২৬টি।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত খুনের ঘটনা ছিল যথাক্রমে ৩,২১৪টি, ৩,১২৬টি, ৩,০২৩টি এবং ৪,১১৪টি। এই চার বছরে মোট মামলা রুজু হয়েছে ৭,৬৯,৮৩৯টি।

পোস্টে সরকারের পক্ষ থেকে বলা হয়, “অপরাধের হার মারাত্মকভাবে বেড়েছে—এমনটি বলা সঠিক নয়। বরং বেশ কিছু গুরুতর অপরাধ কমেছে বা স্থিতিশীল রয়েছে। কিছু বিচ্ছিন্ন অপরাধে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা গেলেও তা উদ্বেগের কারণ নয়।”

সরকার নাগরিকদের উদ্দেশ্যে আরও বলেছে, “আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে এবং অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নাগরিকদের উচিত সতর্ক থাকা এবং গুজবে কান না দেওয়া।”

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে