ঢাকা, রবিবার, ১৩ জুলাই ২০২৫
Sharenews24

সিলেটের ৬টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

২০২৫ জুলাই ১৩ ১০:৪২:৩৩
সিলেটের ৬টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের ৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস। দলটি এবার ‘দেয়াল ঘড়ি’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে গঠিত প্রার্থী তালিকা ইতোমধ্যেই চূড়ান্ত করেছে দলটি।

সিলেট-১ (সিটি করপোরেশন ও সদর উপজেলা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন খেলাফত মজলিস সিলেট মহানগরের সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান।

সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী।

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে প্রার্থী হচ্ছেন সিলেট জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন।

সিলেট-৪ (কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক মুফতি আলী হাসান উসামা।

সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনে মনোনয়ন পেয়েছেন সিলেট জেলা খেলাফত মজলিসের উপদেষ্টা পরিষদ সদস্য মুফতি আবুল হাসান।

সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন যুক্তরাজ্য নর্থ শাখার খেলাফত মজলিস সভাপতি মাওলানা সাদিকুর রহমান।

দলটির নেতারা মনে করছেন, ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা, ইসলামি আদর্শ বাস্তবায়ন ও দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা গড়ার লক্ষ্যে খেলাফত মজলিস মাঠে রয়েছে বলিষ্ঠ ভূমিকা নিয়ে। সিলেট অঞ্চলে দলের দীর্ঘদিনের সাংগঠনিক ভিত্তি ও জনসম্পৃক্ততাকে সামনে রেখেই তারা এবার নির্বাচনী প্রস্তুতি জোরদার করছে।

প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ, প্রচারণা ও জনসম্পৃক্ততা তৈরিতে সক্রিয় রয়েছেন। খেলাফত মজলিসের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে ঘিরে তারা একটি ইতিবাচক ও আদর্শভিত্তিক রাজনৈতিক বার্তা পৌঁছাতে চান জনগণের কাছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে