ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫
Sharenews24

ঋণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বড় ঘোষণা

২০২৫ জুলাই ০৯ ১১:৩৯:২৮
ঋণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বড় ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ব্যাংক খাতে গ্রাহকসেবা ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে হাউজিং লোন ও ক্রেডিট কার্ড ঋণের সীমা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত ব্যাংকার্স সভায় এ বিষয়ে আলোচনা হয়।

সভায় বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের প্রস্তাবের পর গভর্নর ড. আহসান এইচ মনসুর ঋণসীমা বাড়ানোর বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।

বর্তমানে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের মোট ঋণের মাত্র ২-৩ শতাংশ হাউজিং লোন হিসেবে বরাদ্দ দেয়। একজন গ্রাহক সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত গৃহঋণ নিতে পারেন।

এ সীমা অপ্রতুল ও সময়োচিত নয় বলে মত দিয়েছেন ব্যাংকের এমডিরা।গভর্নর বলেন, “হাউজিং লোনের ঊর্ধ্বসীমা বাড়ানোর পাশাপাশি এমন নীতিকাঠামো তৈরি করা হবে, যাতে একজন গ্রাহক তার প্রয়োজন ও সক্ষমতা অনুযায়ী সহজেই গৃহঋণ পেতে পারেন।”

বর্তমানে একজন গ্রাহক সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন ক্রেডিট কার্ডের মাধ্যমে। এই সীমাও সময়ের বাস্তবতার সঙ্গে মিল নেই বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর জানিয়েছেন, এ সীমা পুনর্বিবেচনা করে বাড়ানো হবে।

বিশ্লেষকদের মতে:

হাউজিং লোন ও ক্রেডিট কার্ড ঋণের সীমা বাড়লে অর্থনৈতিক গতিশীলতা বাড়বে

ব্যক্তিগত খরচ ও বিনিয়োগ বাড়বে

আর্থিক অন্তর্ভুক্তি ও প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হবে

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান একুশে টেলিভিশনকে জানিয়েছেন, এ উদ্যোগের বাস্তবায়নে নীতিমালার খসড়া তৈরি করা হচ্ছে। সিদ্ধান্ত হলে দ্রুত তা ব্যাংকগুলোতে কার্যকর করা হবে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে