ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫
Sharenews24

সরকারি পেনশনারদের জন্য সেরা অফার

২০২৫ জুলাই ০৯ ১১:৩০:০২
সরকারি পেনশনারদের জন্য সেরা অফার

নিজস্ব প্রতিবেদক: বর্তমানে দেশে ৪ ধরনের সঞ্চয়পত্র চালু রয়েছে। এর মধ্যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষায়িত ‘পেনশনার সঞ্চয়পত্র’ মুনাফার দিক থেকে সবচেয়ে লাভজনক।

২০০৪ সালে জাতীয় সঞ্চয় অধিদপ্তর এই সঞ্চয়পত্র চালু করে। বর্তমানে এর মাধ্যমে ৫ বছরের মেয়াদে সর্বোচ্চ ১১.৯৮% হারে মুনাফা পাচ্ছেন বিনিয়োগকারীরা।

এই সঞ্চয়পত্র কেনা যায় নিম্নোক্ত পরিমাণে:

৫০ হাজার টাকা

১ লাখ টাকা

২ লাখ টাকা

৫ লাখ টাকা

১০ লাখ টাকা

মেয়াদ: প্রতিটি পেনশনার সঞ্চয়পত্রের মেয়াদ ৫ বছর।

পেনশনার সঞ্চয়পত্র পাওয়া যাবে—

জাতীয় সঞ্চয় অধিদপ্তর

বাংলাদেশ ব্যাংকের সব শাখা

বাণিজ্যিক ব্যাংক

ডাকঘর

এগুলো থেকেই নগদায়নও করা যায়।

মুনাফার হার কত?

১ জুলাই ২০২৫ থেকে নতুন হার কার্যকর হয়েছে। বর্তমানে:

৭.৫ লাখ টাকার কম বিনিয়োগে: ৫ বছর পর মুনাফা ১১.৯৮%

৭.৫ লাখ টাকার বেশি বিনিয়োগে: মুনাফা ১১.৮০%

এর আগে এই হার ছিল যথাক্রমে ১২.৫৫% ও ১২.৩৭%।

মেয়াদপূর্তির আগেই নগদায়ন করলে মুনাফার হার হবে কম। অতিরিক্ত প্রদেয় মুনাফা মূল টাকা থেকে কেটে নেয়া হবে।

উৎসে কর (TDS)

৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে: কোনো উৎসে কর নেই

৫ লাখ টাকার বেশি হলে: মুনাফার উপর ১০% উৎসে কর কাটা হবে

পেনশনার সঞ্চয়পত্র কিনতে পারবেন:

অবসরপ্রাপ্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিরা

সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য

মৃত সরকারি চাকরিজীবীর স্বামী/স্ত্রী ও সন্তানেরা (পেনশন সুবিধাভোগী)

অন্যান্য সুবিধা

প্রতি মাসে মুনাফা পরিশোধ করা হয়

নমিনি নিয়োগ করা যায়

সঞ্চয়পত্রধারীর মৃত্যুর পর নমিনি সহজেই এটি নগদায়ন করতে পারেন

অবসর জীবনে নিরাপদ ও লাভজনক আয় নিশ্চিত করতে এই সঞ্চয়পত্র একটি চমৎকার বিকল্প হতে পারে। বিনিয়োগের আগে আপনার স্থানীয় ব্যাংক বা ডাকঘর থেকে বিস্তারিত তথ্য জেনে নিন।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে