ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫
Sharenews24

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর

২০২৫ জুলাই ০৬ ১৪:২৯:১২
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর

নিজস্ব প্রতিবেদক:জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’র পরিচালক রাকিব হাসান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।রবিবার দুপুরে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান তার সহকর্মী হাসান আলী।

হাসান লেখেন—"কোটি মানুষের মুখে হাসি ফোটানো মানুষটা আজ হাসপাতালের বেডে। সবাই ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থতা দান করেন। আমীন।"

ওই পোস্টের সঙ্গে যুক্ত ছবিতে দেখা যায়, হাসপাতালের বেডে শুয়ে আছেন রাকিব হাসান। হাতে ক্যানোলা লাগানো এবং স্যালাইন চলছে।তবে ঠিক কী কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন— সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

রাকিব হাসান ২০১৮ সালে ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’ নামের ইউটিউব চ্যানেলের মাধ্যমে কনটেন্ট নির্মাণে পথচলা শুরু করেন। তার তৈরি পারিবারিক বিনোদনমূলক ভিডিও কোটি ভিউয়ারের মন জয় করেছে।কনটেন্ট নির্মাতার পাশাপাশি তিনি লেখক হিসেবেও পরিচিতি পেয়েছেন।

মুসআব/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে