ঢাকা, শনিবার, ৫ জুলাই ২০২৫
Sharenews24

বিএনপির আসন ভাগাভাগি নিয়ে যা জানা যাচ্ছে

২০২৫ জুলাই ০৫ ১৬:১৩:২৪
বিএনপির আসন ভাগাভাগি নিয়ে যা জানা যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর তৎপরতা বাড়ছে। সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীরা ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে পৌঁছাতে শুরু করেছেন। তবে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা মিত্র দল ও জোটের নেতারা এখনো আসন বণ্টন নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন।

সূত্র মতে, বিএনপির লিয়াজোঁ কমিটি ও মিত্র দলগুলোর ধারাবাহিক বৈঠকে আসন ভাগাভাগির বিষয়টি অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছে। সম্প্রতি এক বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নির্বাচন কমিশনের তফশিল ঘোষণার পরই আসন বণ্টনের বিষয়টি চূড়ান্ত করা হবে।

তিনি বলেন,“নির্বাচনের তফশিল ঘোষণার পর আসন ভাগাভাগির প্রক্রিয়া সম্পন্ন হবে। তখন সব শরিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি নির্ধারণ করা হবে।”

তিনি আরও বলেন,“যারা রাজপথে আমাদের সঙ্গে ছিল, তাদের সঙ্গে আবারও আলোচনা চলছে। শুধু নির্বাচন নয়, বিএনপির প্রস্তাবিত ৩১ দফা রূপরেখা ও সংস্কারের প্রশ্নেও ঐকমত্য বাস্তবায়নে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি রয়েছে।”

২০১৪ সালের নির্বাচন: বিএনপিসহ অধিকাংশ বিরোধী দল এ নির্বাচন বর্জন করেছিল।

২০১৮ সালের নির্বাচন: বিএনপি মিত্রদের জন্য ৫৮টি আসন ছেড়ে দিলেও, ভোটের আগের রাতে এবং ভোটের দিন সকালে তারা নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।

২০২৪ সালের নির্বাচন: বিএনপি ও তার মিত্র জোট এই নির্বাচনও বর্জন করেছে।

এই পরিস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির মিত্রদের মধ্যে আসন ভাগাভাগি, রাজনৈতিক প্রতিশ্রুতি এবং নির্বাচনী রূপরেখা নিয়ে নতুন করে আলোচনা ও প্রত্যাশা তৈরি হয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে