ঢাকা, শনিবার, ৫ জুলাই ২০২৫
Sharenews24

পাগলা মসজিদের অনলাইন দানে রেকর্ড 

২০২৫ জুলাই ০৫ ১৬:০৪:৩৭
পাগলা মসজিদের অনলাইন দানে রেকর্ড 

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের নিজস্ব ওয়েবসাইট (www.paglamosque.org) উদ্বোধনের ২৪ ঘণ্টার মধ্যেই অনলাইনে দান এসেছে ৬০ হাজার ২১০ টাকা ১১ পয়সা। শুক্রবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় ওয়েবসাইটটি উদ্বোধনের পর শনিবার (৫ জুলাই) সকাল ১১টা পর্যন্ত এই দান জমা পড়ে।

পাগলা মসজিদ কমিটির সদস্য সচিব ও কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দেশ-বিদেশের যেকোনো প্রান্ত থেকে মানুষ এখন ঘরে বসে মসজিদটিতে অনলাইনে দান করতে পারছেন। বিকাশ, রকেট, ডেবিট ও ক্রেডিট কার্ড—সব মাধ্যমে ওয়েবসাইট ব্যবহার করে দান করা সম্ভব। দানের অর্থ সরাসরি মসজিদের নির্ধারিত ব্যাংক হিসাব নম্বরে জমা হয় এবং প্রতিমুহূর্তে জমা হওয়া অর্থের পরিমাণও ওয়েবসাইটে দেখা যাচ্ছে।

এ উদ্যোগ সম্পর্কে জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ফৌজিয়া খান বলেন, “অনেকে দূর-দূরান্ত থেকে দান করতে এসে কষ্ট করেন, আবার অনেক সময় প্রতারণার শিকারও হন। অনলাইনে দানের এই সুযোগের ফলে ঘরে বসেই এখন সবাই নিরাপদে পাগলা মসজিদে দান করতে পারবেন।”

তিনি আরও জানান, ওয়েবসাইটে দানের পাশাপাশি পাগলা মসজিদের ইতিহাস, ঐতিহ্য, নামাজের সময়সূচি ও অন্যান্য তথ্যও পাওয়া যাচ্ছে।

অনলাইনে দান কার্যক্রম শুরু হওয়ার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়েছে। অনেকেই মসজিদের নান্দনিক উন্নয়ন এবং ভবিষ্যৎ রূপায়ণে এমন উদ্যোগকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন।

কিশোরগঞ্জ শহরের পশ্চিমে নরসুন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদ বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক ও জনপ্রিয় ধর্মীয় স্থান। প্রতিদিনই দেশজুড়ে বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে দান করতে আসেন। তিন মাস পরপর মসজিদের দানসিন্দুক খোলা হয়।

সর্বশেষ ১২ এপ্রিল খোলা দানসিন্দুক থেকে পাওয়া যায় ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা, যা এ যাবতকালের সর্বোচ্চ। বর্তমানে মসজিদের ব্যাংক অ্যাকাউন্টে জমা রয়েছে প্রায় ৯০ কোটি টাকা।

দানের পাশাপাশি প্রায় ৩.৮৮ একর জমির ওপর বিস্তৃত পাগলা মসজিদ এলাকায় গড়ে তোলা হয়েছে একটি আধুনিক ধর্মীয় কমপ্লেক্স। জেলার ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণির মানুষ এ মসজিদকে ঘিরে গর্ব অনুভব করেন।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে