ঢাকা, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
Sharenews24

তাহসানকে নিয়ে মিথিলার অজানা কষ্ট এবার সামনে এলো 

২০২৫ জুলাই ০৪ ১৫:৪৯:২২
তাহসানকে নিয়ে মিথিলার অজানা কষ্ট এবার সামনে এলো 

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার বিচ্ছেদ ছিল দেশের শোবিজ অঙ্গনের অন্যতম আলোচিত ঘটনা। দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৭ সালে তাদের বিচ্ছেদ ঘটে। ভক্তদের কাছে তারা ছিলেন ‘আদর্শ দম্পতি’।

সম্প্রতি একটি পডকাস্ট সাক্ষাৎকারে মিথিলা বলেন, বিচ্ছেদের ঘোষণা আসার আগে তারা প্রায় দুই বছর আলাদা ছিলেন। এই সময়টা ছিল তার জীবনের সবচেয়ে কঠিন সময়। তাহসানকে হারানো সহজ ছিল না—তিনি ভাবতেন, হয়তো সব ঠিক হয়ে যাবে।

"আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। তখন আমি ছিলাম অল্পবয়সী এক মা, যার ১ বছরের বাচ্চা। নিজের জীবনের কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় ছিলাম না।" — বলেন মিথিলা।

তাদের সম্পর্ক শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয় জীবন থেকে। ২০০৬ সালে তারা বিয়ে করেন এবং ২০১৩ সালে তাদের কন্যাসন্তান আইরার জন্ম হয়।

সাক্ষাৎকারে মিথিলা আরও জানান, বিয়ের পর তিনি শ্বশুরবাড়িতে থাকতেন, নিজস্ব কোনো জায়গা ছিল না। সেই সময় চাকরি করলেও তার নিজের কোনো গাড়ি ছিল না।

"আমি চেয়েছিলাম সম্পর্কটা টিকে থাকুক। কিন্তু শেষ পর্যন্ত বুঝতে পারি, সেটা সম্ভব নয়।"মিথিলা বলেন, জীবনের এই কঠিন সময়ে অর্থনৈতিক স্বাধীনতা ছিল না বলেই সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে।

“মেয়েদের আগে নিজেকে গড়ে তুলতে হয়। শ্বশুরবাড়ি, বাবার বাড়ি নয়—নিজস্ব ঠিকানার জন্য অর্থনৈতিক স্বাধীনতা খুব জরুরি।”তিনি জানান, এখন পরিস্থিতি অনেক বদলেছে। নারীরা আগের চেয়ে অনেক বেশি সিদ্ধান্ত নিতে পারছেন, কারণ তারা অর্থনৈতিকভাবে স্বাধীন হচ্ছেন।

মুসআব/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে