ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

শেফালির ময়নাতদন্ত সম্পন্ন, যা জানাল মুম্বাই পুলিশ

২০২৫ জুন ২৯ ১০:৩৬:১২
শেফালির ময়নাতদন্ত সম্পন্ন, যা জানাল মুম্বাই পুলিশ

নিজস্ব প্রতিবেদক: বলিউডের মডেল ও অভিনেত্রী শেফালি জারিওয়ালা। শুক্রবার (২৭ জুন) রাতে আকস্মিক মৃত্যু হয় তার। এরপরই শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় বিনোদন জগতে। প্রশ্ন ওঠে তার মৃত্যুর কারণ নিয়ে।

ভারতীয় গণমাধ্যম সূত্র থেকে প্রথমে জানা যায় শেফালির মৃত্যু হৃদরোগে আক্রান্ত হয়ে হয়েছে। তবে পরিবার ও চিকিৎসকদের পক্ষ থেকে মৃত্যুর কারণ নিয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর মধ্যেই মুম্বাই পুলিশ জানিয়েছে, মুম্বাইয়ের কুপার হাসপাতালে শেফালির ময়নাতদন্ত ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। হাসপাতাল থেকে প্রাথমিক যে রিপোর্ট দেওয়া হয়েছে সেখানে গুরুত্বপূর্ণ কিংবা সন্দেহজনক তেমন কিছু পাওয়া যায়নি। তার মৃত্যুর বিষয় নিয়ে আরও কিছু তদন্ত করা হবে। এরপরই রিপোর্টের বিস্তারিত জানানো হবে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।

শেফালি জারিওয়ালার ক্যারিয়ার শুরু হয় মডেলিং দিয়ে। এরপর ২০০২ সালে ‘কাঁটা লাগা’ গানের মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পান তিনি। এমন জনপ্রিয়তার পরও অনেকটাই অন্তারালে চলে যান এই মডেল।

শনিবার (২৮ জুন) শেফালির শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে বলিউড ও টেলিভিশন জগতের অনেক তারকা উপস্থিত ছিলেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে