ঢাকা, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
Sharenews24

বুবলীর ফোনে শাকিবের নাম দেখে চোখ কপালে উঠবে

২০২৫ জুলাই ০৪ ১০:৫৬:১৭
বুবলীর ফোনে শাকিবের নাম দেখে চোখ কপালে উঠবে

নিজস্ব প্রতিবেদক: ভালোবাসার মানুষের জন্য অনেকেই বিশেষ নামে নম্বর সেভ করে রাখেন—চিত্রনায়িকা শবনম বুবলীও তার ব্যতিক্রম নন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলীকে জিজ্ঞাসা করা হয়, শাকিব খানকে তিনি কী নামে ডাকেন এবং তার ফোনে কী নামে সেভ করে রেখেছেন?

প্রথমে প্রশ্নটি শুনে বুবলী হাসিতে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে জানান, শাকিব খানের নম্বর তার ফোনে ‘হোম’ নামে সেভ করা রয়েছে।

‘হোম’ শব্দের অর্থ ‘বাড়ি’ বা ‘আশ্রয়’। কারো জীবনেই ‘বাড়ি’ শব্দটির মানে অনেক গভীর—নিরাপত্তা, শান্তি ও কাছের মানুষের পরিপূর্ণতা। একসময় শাকিব-বুবলীর প্রেম ছিল বেশ উথাল-পাথাল; তখন হয়তো শাকিবই ছিলেন বুবলীর কাছে সেই আশ্রয়।

জানতে চাওয়া হয়, শাকিব খান বুবলীকে কী নামে ডাকতেন? উত্তরে বুবলী বলেন, “এটা শাকিবের মুডের ওপর নির্ভর করত। বেশিরভাগ সময় তিনি আমাকে ‘বুবলী’ বলেই ডাকতেন, তবে মাঝে মাঝে আদর করে ‘লক্ষ্মী’ বলেও ডাকতেন।”

উল্লেখ্য, বর্তমানে শাকিব-বুবলীর সম্পর্ক অনেকটাই শীতল হয়ে পড়েছে। তবে অতীতের স্মৃতি, ভালোবাসার প্রকাশ ও অনুভব এখনো অনেকের কৌতূহলের বিষয় হয়ে আছে।

মুসআব/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে