ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

হিরো আলমের জীবন-মৃত্যুর লড়াইয়ে নয়া মোড়

২০২৫ জুন ২৮ ১৯:৪১:৪৬
হিরো আলমের জীবন-মৃত্যুর লড়াইয়ে নয়া মোড়

নিজস্ব প্রতিবেদক: আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম হিরো আলম আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। গতকাল শুক্রবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অচেতন অবস্থায় তাকে ভর্তি করেন তার এক বন্ধু।

চিকিৎসকরা জানান, ঘুমের ওষুধ সেবনের ফলে হিরো আলম অচেতন হয়ে পড়েন, তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন।

হিরো আলমের আত্মহত্যার চেষ্টার খবর পেয়ে তড়িঘড়ি করে বগুড়ায় ছুটে যান তার স্ত্রী রিয়া মনি। অসুস্থ স্বামীর খোঁজখবর নেওয়ার পাশাপাশি তিনি নিজেই তাকে ঢাকায় এনে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছেন।

শনিবার (২৮ জুন) দুপুরে রিয়া মনি তার ফেসবুক পোস্টে জানান,“আলহামদুলিল্লাহ, আগের থেকে সুস্থ রয়েছেন হিরো আলম।জীবন যুদ্ধে যারা জয়ী হয়, তারাই হচ্ছে আসল যোদ্ধা। জীবনে অনেক কিছু মুখে বলা যায় না, সহ্য করতে হয়।”

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ জুন) রাতে হিরো আলম তার ঘনিষ্ঠ বন্ধু জাহিদের বাড়িতে বেড়াতে যান।রাত ৩টার দিকে যমুনা নদীর তীরবর্তী বগুড়ার ভাণ্ডারবাড়ি গ্রামে ওই বন্ধুর বাড়িতে পৌঁছান। সেখানেই রাতে রিয়া মনিকে ঘিরে দীর্ঘসময় আলাপ হয় দুই বন্ধুর মধ্যে।

পরে তারা ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকাল ১১টায় হিরো আলমকে ডাকতে না পেরে তার বন্ধু উদ্বিগ্ন হয়ে ওঠেন। তখনই বালিশের পাশে ঘুমের ওষুধ দেখে তাকে হাসপাতালে নেওয়া হয়।

উল্লেখ্য, হিরো আলম ও রিয়া মনির সম্পর্কে সম্প্রতি টানাপড়েন দেখা দেয়। এরই মধ্যে হিরো আলম রিয়া মনির বিরুদ্ধে থানায় মামলাও করেন, এবং সেই মামলায় রিয়াকে গ্রেপ্তার করা হয়। তবে পরদিনই জামিনে মুক্তি পান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বলছেন, সম্পর্কে দূরত্ব থাকলেও রিয়া মনির এই পাশে দাঁড়িয়ে মানবিক ভূমিকা অনেকে প্রশংসা করছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে