ঢাকা, রবিবার, ২৫ মে ২০২৫
Sharenews24

নতুন নিয়মে বিপাকে মাদ্রাসা শিক্ষকরা

২০২৫ মে ২৫ ১০:৫৫:৪১
নতুন নিয়মে বিপাকে মাদ্রাসা শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক: জাল সনদ ও ভুয়া সুপারিশপত্র ব্যবহার করে মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির আবেদন করার ঘটনা বাড়তে থাকায় কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। ভবিষ্যতে এমন আবেদন ধরা পড়লে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের এমপিও (বেতন-ভাতা) সাময়িকভাবে স্থগিত করা হবে এবং দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলার সুপারিশও করা হবে।

সম্প্রতি অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) এইচ. এম. নূরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর জাল সনদ বা সুপারিশপত্র ব্যবহার করে অনেকে নিয়মিত আবেদন জমা দিচ্ছেন, যার ফলে এমপিও যাচাই-বাছাই কার্যক্রমে মারাত্মক বাধা সৃষ্টি হচ্ছে।

চিঠিতে আরও বলা হয়, কোনো আবেদন যদি এনটিআরসিএ-এর ভুয়া সনদ বা সুপারিশের ভিত্তিতে প্রেরিত হয় এবং তা বাতিল হওয়ার পরও সংশ্লিষ্ট মাদ্রাসা প্রধান পুনরায় আবেদন করেন, তবে তার বিরুদ্ধে কেবল এমপিও স্থগিত নয়, বরং দুর্নীতির অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া, নিয়ম বহির্ভূতভাবে মাদ্রাসা পরিচালনা কমিটির মাধ্যমে শিক্ষক-কর্মচারী নিয়োগ এবং ভুয়া ডিজি প্রতিনিধির আদেশ ব্যবহার করে আবেদন করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও কোড সাময়িক বা স্থায়ীভাবে বাতিল করা হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, নিয়োগের দুই মাসের মধ্যে এমপিও আবেদন না করলে মাদ্রাসা প্রধানের এমপিও সাময়িকভাবে স্থগিত করা হবে। আর যদি কোনো আবেদন বাতিল হয়, তাহলে নতুন আবেদন পাঠানোর সময় বিশদ ব্যাখ্যা, প্রমাণপত্র ও প্রাসঙ্গিক ডকুমেন্ট সংযুক্ত করতে হবে।

অধিদপ্তর জানিয়েছে, এই নির্দেশনার মূল লক্ষ্য হচ্ছে এমপিও পদ্ধতির স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকারিতা নিশ্চিত করা।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে