ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫
Sharenews24

অভিযুক্ত এপিএসের ঘটনায় মুখ খুললেন আসিফ মাহমুদ

২০২৫ মে ২৪ ১৭:০৩:৪১
অভিযুক্ত এপিএসের ঘটনায় মুখ খুললেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার উপদেষ্টা ও আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নিজের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর তিনি নিজেই দুর্নীতি দমন কমিশন (দুদক)-কে বিষয়টি তদন্তের অনুরোধ করেছেন। পাশাপাশি তদন্তে সহযোগিতা দিতে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন বলেও জানান।

শনিবার (২৪ মে) বিকাল সাড়ে ৪টায় তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন,“অভিযোগ ও গুঞ্জন উঠলে আমি নিজেই দুদককে বিষয়টি অনুসন্ধানের অনুরোধ জানিয়েছিলাম। আমার সাবেক এপিএস সংক্রান্ত অনুসন্ধানে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করতে বলেছি।”

তিনি বলেন,“শুরু থেকেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে জড়িয়ে বিভ্রান্তিকর পারসেপশন তৈরির চেষ্টা চলছে। কিন্তু আমার কাছে সত্য ও নৈতিক সাহসই মুখ্য।”

আসিফ মাহমুদ সজীব দৃঢ়ভাবে বলেন,“কেউ যদি দুর্নীতিতে জড়ায়—সে যেই হোক, রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ও পেশাদারিত্বই নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি।”

তিনি আশাবাদ ব্যক্ত করেন,“দুদক নিরপেক্ষতা বজায় রেখে তদন্ত করবে এবং সত্য প্রকাশ পাবে। আমরা চাই সততা, দায়বদ্ধতা ও সুশাসনের এমন দৃষ্টান্ত গড়তে, যা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হবে।”

একইদিন দুদক সূত্রে জানা গেছে, আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিদেশ গমন নিষিদ্ধ করা হয়েছে। তার এনআইডিও ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগ,“তিনি ক্ষমতার অপব্যবহার করে তদবির, ঘুষ ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন।”

বৃহস্পতিবার (২২ মে) দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমির নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করে।

পরে সাংবাদিকদের তিনি বলেন,“আমার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। একটি পক্ষ ছাত্রদের টার্গেট করে আমার নামে মিথ্যা রটাচ্ছে।”

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে