ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫
Sharenews24

ফের ব্যাংকমুখী সরকার, নিতে চায় ১ লাখ ২০ হাজার কোটি টাকা

২০২৫ মে ২০ ২৩:০১:৫০
ফের ব্যাংকমুখী সরকার, নিতে চায় ১ লাখ ২০ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বড় ধরনের ঘাটতি মেটাতে সরকার আবারও ব্যাংক ঋণের ওপর নির্ভর করতে যাচ্ছে। বাজেট ঘাটতি ধরা হচ্ছে ২ লাখ ৪০ হাজার কোটি টাকা, যার অর্ধেকই পূরণ করা হবে ব্যাংক ঋণের মাধ্যমে। প্রস্তাবিত বাজেটের আকার হতে পারে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, ব্যাংক খাত থেকে ১ লাখ ২০ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করছে সরকার, যা চলতি অর্থবছরের মূল লক্ষ্যমাত্রার (১ লাখ ৩৭ হাজার ৫০০ কোটি) চেয়ে কম হলেও বাস্তব ঋণগ্রহণের তুলনায় বেশি।

বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন এ বিষয়ে সতর্ক করে বলেন, ব্যাংক থেকে সরকার অতিরিক্ত ঋণ নিলে বেসরকারি খাতে ঋণ সরবরাহ কমে যাবে, যা বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলবে।

গত এক বছরে ব্যাংকিং খাতে আমানত বেড়েছে ১ লাখ ৪৫ হাজার কোটি টাকা। সরকার ১ লাখ ২০ হাজার কোটি টাকা ঋণ নিলে বাকি অর্থ বেসরকারি খাতের চাহিদা পূরণে যথেষ্ট নাও হতে পারে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ঋণ নেওয়ার সিদ্ধান্ত সরকারের হলেও কেন্দ্রীয় ব্যাংক নীতিগত পরামর্শ দিয়ে থাকে। কর্মকর্তারা মনে করছেন, সরকারের ঋণগ্রহণ এমন মাত্রায় হওয়া উচিত নয় যাতে বেসরকারি বিনিয়োগ বাধাগ্রস্ত হয়।

আসন্ন বাজেটে ব্যয় সংকোচন, নতুন বড় প্রকল্প গ্রহণ না করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও রাজস্ব ঘাটতি কমানোর ওপর জোর দেওয়া হবে। সরকার মূল্যস্ফীতির হার ৬.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে।

সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ বাড়ানো হবে। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতার পরিমাণ ও আওতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

মিজান/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে