ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সূচক বাড়লেও চাপের মুখে দুর্বল কোম্পানির শেয়ার

২০২৫ মে ২০ ১৮:২৪:৫২
সূচক বাড়লেও চাপের মুখে দুর্বল কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার (২০ মে) দেশের শেয়ারবাজারে সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এদিন ১৮ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে দাঁড়ায়। ডিএসইতে আজ মোট ৩৯০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে, যার মধ্যে দর বেড়েছে ২১১টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত ছিল ৭৫টির দর।

দিনজুড়ে বাজারে ছিল নিরাপদ ও ভালো মানের শেয়ারে বিনিয়োগ প্রবণতা। বিশেষ করে ‘এ’ ক্যাটাগরির শেয়ারে বিনিয়োগ বাড়াতে দেখা গেছে বিনিয়োগকারীদের। অন্যদিকে দুর্বল পারফরম্যান্সধারী ‘জেড’ ক্যাটাগরির শেয়ার থেকে অনেকেই বেরিয়ে এসেছেন।

দরপতনের শীর্ষ পাঁচ কোম্পানির সবগুলোই ছিল ‘জেড’ ক্যাটাগরির। এগুলো হলো— রিজেন্ট টেক্সটাইল, সাইফ পাওয়ারটেক, সুহ্নদ ইন্ডাস্ট্রিজ, ভিএফএস থ্রেড অ্যান্ড ডাইং এবং আইসিবি ইসলামিক ব্যাংক।

উল্লিখিত কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে রিজেন্ট টেক্সটাইলের। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ২০ পয়সা বা ৫.৮৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ টাকা ২০ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ দরপতন হয়েছে সাইফ পাওয়ারটেকের। কোম্পানিটির শেয়ারদর ৪০ পয়সা বা ৪.৮৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭ টাকা ৮০ পয়সায়।

তৃতীয় অবস্থানে থাকা সুহ্নদ ইন্ডাস্ট্রিজের শেয়ারদর ৩০ পয়সা বা ৪.৪১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ টাকা ৫০ পয়সায়।

আর ভিএফএস থ্রেড অ্যান্ড ডাইংয়ের শেয়ারদর ৩০ পয়সা বা ৪.২৯ শতাংশ এবং আইসিবি ইসলামিক ব্যাংকের শেয়ারদর ১০ পয়সা বা ৩.৪৫ শতাংশ কমেছে।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে