ঢাকা, মঙ্গলবার, ২০ মে ২০২৫
Sharenews24

চাঁদা না পেয়ে বিএনপি নেতার চরম পদক্ষেপ

২০২৫ মে ২০ ১৯:২৬:৫২
চাঁদা না পেয়ে বিএনপি নেতার চরম পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের মোড়েলগঞ্জে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় প্রবাসীর অসুস্থ বাবার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলের রান্না করা খাবার ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা কাজী খাইরুজ্জামান শিপনের অনুসারীদের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে ১৬ মে, মোড়েলগঞ্জ উপজেলার ব্যাবোইখালী ইউনিয়নের উত্তর সুতালড়ি গ্রামের নূর আলী হাওলাদারের বাড়িতে।

গ্রিসপ্রবাসী জাহিদ ইসলাম তার অসুস্থ বাবা-মার জন্য দোয়া মাহফিলের আয়োজন করেন। গ্রামে যেতে না পারলেও ঢাকায় অবস্থানরত অবস্থায় তিনি এ আয়োজনের নির্দেশ দেন এবং স্থানীয়দের দাওয়াতও দেন।

কিন্তু অভিযোগ অনুযায়ী, শিপনের চাচাতো ভাই কাজী সাইফুজ্জামান রাসেল মাহফিল উপলক্ষে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় রাসেল ও তার লোকজন গিয়ে রান্না করা খাবার ফেলে দেন এবং কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করেন।

অভিযুক্তদের নাম:

কাজী সাইফুজ্জামান রাসেল (শিপনের চাচাতো ভাই)

লোকমান হোসেন খান

মহিউদ্দিন জিলান

মাসুদ খান (চুন্নু)

নজরুল ইসলাম ব্যাপারী

আরও ১০-১২ জন সঙ্গী

প্রবাসী জাহিদের বক্তব্য, “আমি রাজনীতির সঙ্গে যুক্ত নই, তবে সামাজিকভাবে কাজ করি। আমার ফাউন্ডেশনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ করেছি। সামাজিক যোগাযোগমাধ্যমে শিপনের অনুসারীরা আমার নামে অপপ্রচার চালাচ্ছে। আমার বাবা-মার জন্য দোয়া মাহফিল করলেও শান্তিতে করতে পারলাম না।”

তিনি জানান, এসপি বাগেরহাট ও এনসিপি নেতাদের জানানো হলেও কেউ কার্যকর পদক্ষেপ নেননি।

স্থানীয় বিএনপি নেতা ড. কাজী মনিরুজ্জামান মনির বলেন, “বাগেরহাট-৪ আসনে অনেকেই মনোনয়নপ্রত্যাশী। শিপন ছাড়া কেউ কিছু করলেই তিনি ক্ষুব্ধ হন এবং অনুসারীরা হয়রানি শুরু করে। ইতোমধ্যে কেন্দ্রীয় দপ্তরে শিপনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে।”

কাজী খাইরুজ্জামান শিপন বলেন, “এ ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই। কে খাবার ফেলেছে, আমি জানি না। জাহিদ যাকে আমি চিনি, তিনি আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন। ক্ষোভ থেকেই হয়তো এমন কিছু হয়ে থাকতে পারে।”

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে