ঢাকা, মঙ্গলবার, ২০ মে ২০২৫
Sharenews24

ধরপাকড়, মুচলেকা আর হান্নান মাসউদের জিম্মা—রহস্যময় রাতের গল্প

২০২৫ মে ২০ ১৮:২৯:১১
ধরপাকড়, মুচলেকা আর হান্নান মাসউদের জিম্মা—রহস্যময় রাতের গল্প

নিজস্ব প্রতিবেদক: বই প্রকাশনা প্রতিষ্ঠান হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফার বাসায় মধ্যরাতে ঢোকার চেষ্টার সময় আটক হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে মুচলেকা নিয়ে জ্যেষ্ঠ সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের জিম্মায় ছেড়ে দিয়েছে ধানমন্ডি থানা পুলিশ।

প্রায় ১৩ ঘণ্টা আটক থাকার পর মঙ্গলবার (২০ মে) বিকেল ৩টার দিকে তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ক্যশৈনু।

ওসি বলেন,“আটকদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেই ছেড়ে দেওয়া হয়েছে। তারা ভবিষ্যতে এমন কোনো কার্যক্রমে অংশ নিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

মুক্তিপ্রাপ্ত নেতারা হলেন:

সাইফুল ইসলাম রাব্বি – আহ্বায়ক, মোহাম্মদপুর থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ফারহান সরকার ডিনার – যুগ্ম সদস্য সচিব, ঢাকা মহানগর কমিটি

মোহাম্মদ জিসান উল্লাহ – নেতা, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ ও ট্রাফিক সহায়ক

সোমবার (১৯ মে) রাত ১১টার পর, সিভিল পোশাক পরিহিত অবস্থায় একদল ব্যক্তি ধানমন্ডির ৪ নম্বর সড়কের ৩৬/১ নম্বর ভবনের সামনে অবস্থান নেন। তারা “আওয়ামী দোসরদের ঠাঁই নাই”— এমন স্লোগান দিতে থাকেন এবং বাসার দারোয়ানকে ধাক্কা দিয়ে বাসায় ঢোকার চেষ্টা করেন। বাসাটি হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফার।

পরিস্থিতি বেগতিক দেখে বাসার পক্ষ থেকে ৯৯৯-এ কল করা হয়। এরপর পুলিশ এসে বৈষম্যবিরোধী নেতাদের সঙ্গে কথোপকথনে লিপ্ত হয়। অভিযোগ করা হয়, তারা পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিন নেতাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

ডিএমপি রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন,“তিন সমন্বয়ককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

গোলাম মোস্তফা বলেন,“আমি আওয়ামী লীগের কেউ নই। আমি পেশাদার প্রকাশক হিসেবে সব রাজনৈতিক দলের বই প্রকাশ করেছি— আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এমনকি জামায়াতে ইসলামীর বইও। এটা আমার ব্যবসার অংশ।”

তিনি আরও বলেন,“তাই বলে আমাকে আওয়ামী দোসর বানিয়ে মধ্যরাতে বাসায় হামলা, দরজা ভাঙার চেষ্টা বা দারোয়ানকে মারধর করার অধিকার কারো নেই। এটি স্পষ্টভাবে অনভিপ্রেত ও ভয়ভীতির শামিল।”

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে