ঢাকা, মঙ্গলবার, ২০ মে ২০২৫
Sharenews24

স্বাস্থ্যের দুই সচিবের বিরুদ্ধে 'আওয়ামী লীগের দোসর' হিসেবে অভিযোগ

২০২৫ মে ২০ ২২:০৫:৩৬
স্বাস্থ্যের দুই সচিবের বিরুদ্ধে 'আওয়ামী লীগের দোসর' হিসেবে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের সহযোগী হিসেবে কাজ করেছেন এমন কর্মকর্তাদের তালিকা প্রকাশ করেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সমন্বিত প্ল্যাটফর্ম জুলাই ঐক্য।

এই তালিকায় বিশেষ করে স্বাস্থ্য খাতের শীর্ষ দুই কর্মকর্তার নাম রয়েছে: স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী।

মঙ্গলবার (২০ মে) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ৪৪ জন সচিব ও ৯৫ জন ম্যাজিস্ট্রেটের নাম প্রকাশ করে সংগঠনটি।

সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এই কর্মকর্তারা আওয়ামী লীগ সরকারের সহযোগী হিসেবে কাজ করেছেন এবং তাদের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও দলীয় স্বার্থের জন্য কাজের অভিযোগ উঠেছে। বিশেষ করে মো. সাইদুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও ২০১৮ সালের নির্বাচন সংশ্লিষ্ট কারিগর হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, ডা. মো. সারোয়ার বারীর বিরুদ্ধে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসসহ নানা অনিয়মের অভিযোগ আনা হয়েছে।

সংগঠনটি দাবি করেছে, এসব কর্মকর্তারা যদি অবসরে না যান বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন। সংগঠনের বক্তব্য অনুযায়ী, এই তালিকা প্রকাশ ঝুঁকি স্বীকার করে হলেও "জুলাই আন্দোলন"কে শক্তিশালী করে তোলার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

জুলাই আন্দোলনে নিহত মুনতাছির রহমান আরিফের বাবা গাজিউর রহমান সংবাদ সম্মেলনে বলেন, “আমার ছেলে চেয়েছিল ফ্যাসিবাদী সরকার না থাকুক। অথচ যারা সেই সরকারের দোসর ছিল, তারা আজও বহাল তবিয়তে রয়েছে। আমরা মামলা করেছি, কিন্তু একটিও বিচার হয়নি, বরং উল্টো আমাদের হুমকি দেওয়া হচ্ছে।”

সংগঠনের নেতা প্লাবন তারিক বলেন, “আওয়ামী আমলে সুবিধা নেওয়া এসব সচিবরা প্রশাসনে দাপটের সঙ্গে রয়েছেন। কেউ কেউ ডিসি হিসেবে থাকাকালীন নিরীহ মানুষের বাড়িঘর ভেঙেছেন। তাদের সরাতে না পারলে গণতান্ত্রিক প্রশাসন গঠন সম্ভব নয়।”

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে