ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫
Sharenews24

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে বড় ঘোষণা দিল এনসিপি

২০২৫ মে ২০ ০৮:৪৬:১৪
স্থানীয় সরকার নির্বাচন ঘিরে বড় ঘোষণা দিল এনসিপি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) "জুলাই সনদ", স্থানীয় সরকার নির্বাচন এবং গণপরিষদ নির্বাচনকে সামনে রেখে তাদের রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এসব ইঙ্গিত দেন। যদিও বিস্তারিত কিছু জানাননি, তবে এর আগেও মুক্তিযুদ্ধ, রাষ্ট্র, ধর্ম ও নারী বিষয়ক দলের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের অন্যতম ভিত্তি হলো মুক্তিযুদ্ধ। এনসিপি এই মুক্তিযুদ্ধের সাম্য, ইনসাফ ও মানবিক মর্যাদার আদর্শ এবং চব্বিশের গণঅভ্যুত্থানের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করে। পাশাপাশি, হিন্দু-মুসলমান-দলিতের উপনিবেশবিরোধী ও ব্রাহ্মণ্যবাদবিরোধী সংগ্রামকেও রাজনৈতিক ও ঐতিহাসিক ভিত্তি হিসেবে গ্রহণ করে এনসিপি।

নাহিদ ইসলাম জানান, এনসিপি কোনো ধর্মতান্ত্রিক বা সেকুলারিস্ট মতবাদে বিশ্বাসী নয়, বরং ধর্মীয় সহাবস্থান ও সম্প্রীতির ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার পক্ষে। তারা বৃহত্তর জনগোষ্ঠীর ধর্ম ইসলাম এবং সংখ্যালঘুদের সাংস্কৃতিক ও নাগরিক অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও কর্মসংস্থানকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে তিনি জানান, সম্পত্তিতে নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় পারিবারিক আইন সংস্কারে কাজ করবে এনসিপি।

তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ায় ভারতীয় আধিপত্যবাদ ও হিন্দুত্ববাদ বাংলাদেশের জন্য একটি সাংস্কৃতিক ও ভূরাজনৈতিক হুমকি। এনসিপি এর বিরুদ্ধে কৌশলগত রাজনৈতিক অবস্থান গ্রহণ করবে এবং সভ্যতা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে বৈদেশিক সম্পর্ক পরিচালনার আহ্বান জানাবে।

অর্থনৈতিক ভিশন হিসেবে তিনি জানান, এনসিপি বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও দুর্নীতিমুক্ত একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়তে চায়। শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, জলবায়ু, নগর ব্যবস্থাপনা ও কর্মসংস্থান হবে তাদের প্রধান নীতিনির্ধারণী ক্ষেত্র। বঙ্গোপসাগরকে ঘিরে একটি নতুন অর্থনৈতিক জোন তৈরির পরিকল্পনাও রয়েছে।

শেষে তিনি বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন সংবিধান প্রণয়নই এনসিপির প্রধান রাজনৈতিক কর্তব্য। একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রীয় কাঠামো ও প্রতিষ্ঠানের মৌলিক সংস্কার প্রয়োজন।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে