ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫
Sharenews24

শেখ মুজিবের ভূমিকা নিয়ে আযমীর দাবি ঘিরে নতুন বিতর্ক

২০২৫ মে ২০ ০৯:৫৯:৫২
শেখ মুজিবের ভূমিকা নিয়ে আযমীর দাবি ঘিরে নতুন বিতর্ক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের ছেলে এবং সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী বলেছেন, ‌“শেখ মুজিব ২৩ মার্চ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্যে ইয়াহিয়া খান ও জুলফিকার আলী ভুট্টোর সঙ্গে আলোচনা করছিলেন।”

মঙ্গলবার (২০ মে) নিজের ফেসবুক স্ট্যাটাসে ‘প্রসঙ্গ: স্বাধীনতার রূপকার’ শিরোনামে তিনি এসব মন্তব্য করেন।

স্ট্যাটাসে তিনি দাবি করেন, “২৫ মার্চ রাতে একাধিক বিদেশি টিভি চ্যানেলকে শেখ সাহেব স্পষ্টভাবে বলেন, তিনি স্বাধীনতা চান না। এটি রেকর্ডে থাকা বক্তব্য।”

তিনি আরও লেখেন, “শেখ মুজিব কখনোই পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন দেশ গঠনের ইচ্ছা পোষণ করেননি। বরং তিনি অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। কেউ এর বিপরীতে কোনো প্রমাণ হাজির করতে পারবেন না।”

‘স্বাধীনতার ঘোষণা’ প্রসঙ্গে আযমী বলেন, “একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে আমি বলছি, ২৫ মার্চ রাতের আগেই পাকবাহিনী ঢাকা শহরের বেতারকেন্দ্র ও টেলিফোন ভবন নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ফলে শেখ সাহেব চাইলেও চট্টগ্রামে স্বাধীনতার ঘোষণা পাঠানো সম্ভব ছিল না।”

তিনি আরও দাবি করেন, “২৫ মার্চ রাতে শেখ মুজিব কিভাবে জানতেন যে তৎকালীন মেজর জিয়া, যিনি ৮ ইস্ট বেঙ্গলের উপ-অধিনায়ক ছিলেন, তার উর্দুভাষী অধিনায়ককে হত্যা করে ব্যাটালিয়ন নিয়ে বিদ্রোহ করেছেন? তাই শেখ মুজিব ‘তারবার্তা পাঠিয়েছিলেন’ — এই কথাটি সম্পূর্ণ মিথ্যা।”

ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, “আওয়ামী লীগের শীর্ষ নেতারা ভারতে আশ্রয় নেওয়ার পর ১০ এপ্রিল ১৯৭১ সালে তাজউদ্দীন আহমদ সম্পূর্ণ নিজ উদ্যোগে পাঁচ সদস্যের অস্থায়ী বাংলাদেশ সরকার গঠন করেন এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাহায্য চান। তখনো পর্যন্ত তার সঙ্গে আওয়ামী লীগের কোনো নেতার যোগাযোগ হয়নি।”

ব্রিগেডিয়ার আযমীর ভাষ্য, “স্বাধীনতার প্রকৃত রূপকার কে, তা নির্ধারণ গবেষণার বিষয়। তবে শেখ সাহেবের ৭ মার্চের ভাষণ মুক্তিযুদ্ধের জন্য একটি ‘ক্যাটালিস্ট’ হিসেবে কাজ করেছে, এতে সন্দেহ নেই। কিন্তু রাজনৈতিক নেতৃত্বের দিক থেকে মূল দায়িত্ব পালন করেছেন তাজউদ্দীন আহমদ। অন্য নেতাদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল না।”

তিনি আরও লেখেন, “সব বিবেচনায় আমার বাবা গোলাম আজম শেখ মুজিবকে স্বাধীনতার ‘স্থপতি’ বলেছিলেন। আমার দৃষ্টিতেও সেটাই সবচেয়ে যুক্তিসঙ্গত মূল্যায়ন।”

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে