ঢাকা, রবিবার, ১৮ মে ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে কফিন মিছিল, কঠোর আন্দোলনের ঘোষণা

২০২৫ মে ১৮ ১৭:৫৯:১৩
শেয়ারবাজারে কফিন মিছিল, কঠোর আন্দোলনের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: একদিন উত্থানের পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস রোববার (১৮ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ফের দরপতন লক্ষ্য করা গেছে। শেয়ারবাজারে ধারাবাহিক দরপতনের প্রতিবাদে এদিন লেনদেনে শেষে বিনিয়োগকারীরা মতিঝিলে সড়ক অবরোধ করে বাংলাদেশ ব্যাংকের সামনে ও ঢাকা স্টক এক্সচেঞ্জের পুরনো ভবনের সামনে ব্যাপক বিক্ষোভ ও কফিন মিছিল কর্মসূচি পালন করেছেন।

বিনিয়োগকারীরা এই সময় বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি হিসেবে বিবেচিত শেয়ারবাজারের এই অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, বাজারের অবনতির কারণে সাধারণ বিনিয়োগকারীরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এই পরিস্থিতি চলমান থাকলে তাদের ক্ষতি পূরণে আর কোন বিকল্প থাকবে না বলে হুঁশিয়ারি দেন তারা।

নেতৃত্বাধীন সংগঠন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের (বিসিএমআইএ) নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন। সংগঠনের সভাপতি এস এম ইকবাল হোসেন, সমন্বয়ক ও মুখপাত্র নুরুল ইসলাম মানিকসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভে অংশ নেওয়া বিনিয়োগকারীরা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবি জানান। পাশাপাশি, তারা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদের অপসারণের জন্য জোর দাবি জানান।

বক্তারা বলেন, “আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি এই দুই ব্যক্তিকে অপসারণ করা না হয়, তাহলে তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। তাদের এই কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকবেন। তবে, অন্য কোন বিকল্প তাদের আর দেখছেন না।”

শেয়ারবাজারে ধারাবাহিক পতনের ফলে সাধারণ বিনিয়োগকারীরা ব্যাপক ক্ষতির শিকার হচ্ছেন। তাদের পুঁজি হারানো ও জীবন যাত্রার মান সংকটে পড়ে তারা এই কঠোর আন্দোলনের মাধ্যমে তাদের স্বার্থ রক্ষা করতে চান।

আলোচ্য প্রতিবেদনটি আরো বিস্তৃত করে বলা যায়, দেশের শেয়ারবাজারের এই অবস্থা দীর্ঘদিন ধরে চলমান রয়েছে। বাজারে অস্থিরতা ও অনিয়মের কারণে বিনিয়োগকারীরা তাদের মূলধন হারানোর পাশাপাশি ভবিষ্যতের জন্যও আতঙ্কিত। বিনিয়োগকারীদের ক্ষোভ ও হতাশা দিন দিন বেড়ে চলেছে, যা সাময়িক সমাধানে ব্যর্থ হলে বৃহৎ আন্দোলনে রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংগঠনগুলো জানিয়েছে, তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এসেছে কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে, তারা এখন কঠোর কর্মসূচি ঘোষণা করে তাদের দাবি আদায়ে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছেন। বিনিয়োগকারীদের এই অবস্থা দেশের অর্থনীতির জন্যও ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ পুঁজিবাজার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম সূচক।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে