ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫
Sharenews24

ভেতরে-বাইরে চরম অস্থিরতায় সরকার: তারেক রহমান

২০২৫ মে ১৭ ২৩:০৮:৫৫
ভেতরে-বাইরে চরম অস্থিরতায় সরকার: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের ভেতরে এবং বাইরে অস্থিরতা তৈরি হয়েছে এবং সেটি এখন দৃশ্যমান। তিনি মনে করেন, দেশের জনগণের ভাষা ও অনুভূতি বোঝার ক্ষেত্রে ব্যর্থ হলে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে।

শনিবার (১৭ মে) গুলশানে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়, বরং নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ। তিনি আশঙ্কা প্রকাশ করেন, অস্থিরতা এভাবে বাড়তে থাকলে সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে।

তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সতর্কতার পাশাপাশি তাদের সক্ষমতা বিবেচনায় নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, যদি জনগণের ভোটে সরকার প্রতিষ্ঠিত না হয়, তবে স্বৈরাচার মোকাবেলা কঠিন হবে।

তিনি আরও বলেন, বিএনপি ও অন্যান্য গণতান্ত্রিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারের জন্য রোড ম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছে, কিন্তু সরকার সেই আহ্বানে সাড়া দেয়নি।

তিনি অভিযোগ করেন, সরকার জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে অনিচ্ছুক এবং তা অন্ধকারে রাখা হয়েছে। তিনি দাবি করেন, পরিস্থিতি অযথা জটিল না করে স্পষ্ট তারিখ ঘোষণা করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে সরকারের প্রতি আহ্বান জানান।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে