ঢাকা, রবিবার, ১৮ মে ২০২৫
Sharenews24

আখতারকে হত্যার হুমকি দিয়ে চিঠি, যা জানালেন তাসনিম জারা

২০২৫ মে ১৮ ১০:৫৭:৪৩
আখতারকে হত্যার হুমকি দিয়ে চিঠি, যা জানালেন তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এবার এ বিষয়ে মুখ খুললেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

শনিবার (১৭ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে আখতার হোসেনের স্ট্যাটাস শেয়ার করে এ বিষয়ে কথা বলেন তিনি।

পোস্টে তাসনিম জারা লিখেন, আখতারের নামে হত্যার হুমকি এসেছে। পার্টি গঠনের পর থেকে গুজব, চোখ রাঙানি, চরিত্রহননের চেষ্টা একটার পর একটা চলছে। এসব ঘটনার মধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে, আমাদের উপস্থিতি কতটা অস্বস্তিকর তাদের জন্য, যারা পুরোনো ব্যবস্থাকে আঁকড়ে ধরে রাখতে চায়। যারা পরিবর্তন চায় না।

এর আগে, একইদিন হত্যার হুমকি নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন।

পোস্টে তিনি লেখেন, ডাকযোগে আমার গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে আমাকে, আমার পরিবার-পরিজনকে খুন করার হুমকি দিয়েছে। চিঠির প্রেরকের ছদ্মনাম ‘বুলেট’।

তিনি লেখেন, চিঠিটা ডাকপিওন গতকাল (শুক্রবার) বড় ভাইয়ের কাছে দেয়। চিঠি পড়ার পর থেকে বাড়ির মানুষেরা চিন্তিত হয়ে আছেন। যেখানে পাবে, সেখানে খুন করবে, ঝামেলায় ফেলবে এমন হুমকি৷

আখতার লেখেন, বোনাস লাইফ লিড করছি। মৃত্যু কয়েকবার কাছে এসে ফিরে গেছে। মরতে হতে পারে জেনেও প্রতিবাদে পিছপা হইনি, কখনো হবো না। ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা।

এ বিষয়ে জানতে চাইলে আখতার হোসেন বলেন, যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি তারা এ চিঠি পাঠাতে পারে বলে প্রাথমিক ধারণা করছি। এটা নিয়ে আমি কোন চিন্তা করছি না। তবে পরিবার কিছুটা শঙ্কিত কারণ তারা রাজনীতি বোঝেনা। এ বিষয়ে ওসির সঙ্গে কথা হয়েছে,পুলিশ যেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, হত্যার হুমকির চিঠি পাওয়ার বিষয়টি জানার পর তার পরিবারের নিরাপত্তার জন্য পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। আখতার হোসেনের বড় ভাই থানায় জিডি করতে এসেছেন।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে