ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫
Sharenews24

বোতল ছুড়ে মারা সেই শিক্ষার্থীকে নিয়ে যা জানাল ডিএমপি

২০২৫ মে ১৭ ১১:০০:৪৩
বোতল ছুড়ে মারা সেই শিক্ষার্থীকে নিয়ে যা জানাল ডিএমপি

নিজস্ব প্রতিবেদক: তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় প্লাস্টিকের পানির বোতল ছোড়ার ঘটনায় আটক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশতিয়াক হোসাইনকে জিজ্ঞাসাবাদ শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এই ঘটনায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) একটি লিখিত বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে বলা হয়,“গত ১৪ মে রাত ১০টার দিকে কাকরাইল মসজিদ এলাকায় আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে যান সরকারের তথ্য উপদেষ্টা। একপর্যায়ে তাকে লক্ষ্য করে আন্দোলনকারীদের ভিড় থেকে একটি পানির বোতল নিক্ষেপ করা হয়, যা তার মাথায় আঘাত করে।”

ডিএমপি জানায়, ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির মাধ্যমে একজন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়।

“১৫ মে রাত ৯টার দিকে রাজধানীর আলুবাজার পুকুরপাড় এলাকার একটি মেস থেকে মোহাম্মদ ইশতিয়াক হোসাইনকে আটক করা হয়। মেসের অন্য সদস্যদের বিষয়টি তাৎক্ষণিকভাবে জানানো হয়।”

বিবৃতিতে আরও জানানো হয়,“রাত ৯টা ৫৫ মিনিটে তাকে ডিবি কার্যালয়ে আনা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয়। তার বয়স, পেশা, মানবাধিকার ও আইনি প্রক্রিয়া মেনে জিজ্ঞাসাবাদ পরিচালিত হয়েছে। কোনো প্রকার অনিয়ম হয়নি।”

ডিএমপির ভাষ্য অনুযায়ী,“১৬ মে দুপুর ১২টার দিকে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন এবং ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যায় তাকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়।”

১৪ মে রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংলাপে অংশ নিতে কাকরাইল মসজিদ এলাকায় যান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে উপস্থিত শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। হঠাৎ উত্তেজনার মধ্যে একটি পানির বোতল উপদেষ্টাকে লক্ষ্য করে ছোড়া হলে সেটি সরাসরি তার মাথায় আঘাত করে। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল থেকে বোতল নিক্ষেপকারীকে শনাক্ত করে ডিবি হেফাজতে নেয়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোড়ন তোলে। এরপরে বিষয়টি তদন্তে নেয় ডিবি। শেষ পর্যন্ত অভিযুক্ত ছাত্র ইশতিয়াক হোসাইনকে আইনানুগ প্রক্রিয়ায় জিজ্ঞাসাবাদ শেষে মুক্তি দেওয়া হয়।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে