ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
Sharenews24

দুই ব্রোকারেজ হাউজ পেল ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন

২০২৫ মে ১৫ ১৯:৩৩:৫২
দুই ব্রোকারেজ হাউজ পেল ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন

নিজস্ব প্রতিবেদক: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রতিষ্ঠানটির ব্রোকারেজ হাউজগুলোকে ফিক্স সার্টিফিকেশন প্রদানের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ মে) আরও দুটি ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন প্রদান করেছে। ব্রোকারেজ হাউজ দুটি হলো-শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড এবং শার্প সিকিউরিটিজ লিমিটেড।

ডিএসই বোর্ডরুমে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটিকে সার্টিফিকেট হস্তান্তর করেন ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাত্ত্বিক আহমেদ শাহ্।

শ্যামল ইকুইটির পক্ষে সার্টিফিকেট গ্রহণ করেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাজেদুল ইসলাম এবং শার্প সিকিউরিটিজের পক্ষে পরিচালক মেজর মোস্তফা জামাল (অব.)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসই’র প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ, মহাব্যবস্থাপক ও প্রধান পরিচালন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ ছামিউল ইসলাম এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ তারিকুল ইসলামসহ আইসিটি ও মার্কেট ডেভেলপমেন্ট ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রসঙ্গত, ২০২০ সাল থেকে ডিএসই তার এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) ভিত্তিক ব্রোকার হাউজ অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (BHOMS) চালুর উদ্যোগ নেয়। এই কার্যক্রমের আওতায় ৬৫টি ব্রোকারেজ হাউজ নাসডাক ম্যাচিং ইঞ্জিনের সঙ্গে এপিআই সংযোগ নিয়ে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে নিজস্ব ওএমএস চালু করেছে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে