ঢাকা, সোমবার, ১২ মে ২০২৫
Sharenews24

‘খুনির কফিনে পেরেক মারলেন হাসনাত’

২০২৫ মে ১২ ০৯:৩৪:৩৮
‘খুনির কফিনে পেরেক মারলেন হাসনাত’

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

রোববার (১১ মে) রাত পৌনে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে সারজিস আলম এই বার্তা দেন।

পোস্টে তিনি লেখেন,"এত কিছুর ভিড়ে আমরা আমাদের পথপ্রদর্শক, আপসহীন সহযোদ্ধাকে ধন্যবাদ জানাতে ভুলে গিয়েছি।"

তিনি আরও উল্লেখ করেন,"যখন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ধীরে ধীরে স্বাভাবিকীকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিল, এবং জুলাইয়ের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে দল-মতের বিভাজন স্পষ্ট হচ্ছিল, তখন হাসনাত আব্দুল্লাহ আবারো রাজপথে নামার সাহসী আহ্বান জানান।"

সারজিস আরও বলেন,"নয় মাস পর ফ্যাসিবাদবিরোধী জুলাইয়ের শক্তি আবার একত্রিত হয়ে আওয়ামী লীগের গণবিরোধী রাজনীতির বিরুদ্ধে প্রথম কফিনে পেরেক ঠুকে দিয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে সেই কফিনে বাকি পেরেকগুলোও মারবো ইনশাআল্লাহ। হাসনাত আব্দুল্লাহ, তোমাকে অভিনন্দন সহযোদ্ধা।"

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে