ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫
Sharenews24

আ. লীগ নিষিদ্ধের দাবিতে নতুন জোটের হুঙ্কার

২০২৫ মে ১০ ১৬:৪৩:১৯
আ. লীগ নিষিদ্ধের দাবিতে নতুন জোটের হুঙ্কার

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নতুন করে রাজনৈতিক মঞ্চ গঠনের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শনিবার (১০ মে) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’ নামে একটি নতুন প্ল্যাটফর্ম গঠনের ডাক দেন। তার দাবি, ফ্যাসিস্ট আচরণের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে আন্দোলন আরও বেগবান হবে।

ফেসবুক পোস্টে হাসনাত লেখেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতা রাস্তায়। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে একতাবদ্ধ হতে হবে।” তিনি জানান, এই আন্দোলন কোনো একক দলের নয়, বরং দেশের সব ছাত্র, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ এখন একসাথে এই দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে।

এই ঘোষণার পর থেকেই রাজধানীর শাহবাগ মোড় এলাকায় দ্বিতীয় দিনের মতো চলছে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি। আন্দোলনকারীরা জানায়, আওয়ামী লীগ নিষিদ্ধ করে সরকারি প্রজ্ঞাপন না জারি করা পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না। আন্দোলনের অংশ হিসেবে শাহবাগ মোড়ে তৈরি হয়েছে মঞ্চ, যেখানে দিন-রাত অবস্থান করছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

একইসঙ্গে হাসনাত আব্দুল্লাহ শুক্রবার রাতে তার ফেসবুক পেজে আরও এক বার্তায় জানান, শাহবাগ ছাড়া দেশের অন্যান্য সড়কে ব্লকেড না দেওয়ার জন্য তিনি সমর্থকদের অনুরোধ করেছেন। তিনি বলেন, “জেলাগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত করুন, সমাবেশ করুন; কিন্তু হাইওয়েতে ব্লকেড নয়।”

এদিকে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে তিন দফা দাবি উত্থাপন করেন। তার দাবি অনুযায়ী, (১) আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে; (২) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে; এবং (৩) ‘জুলাই ঘোষণাপত্র’ জারি করতে হবে।

সাম্প্রতিক এই রাজনৈতিক উত্তেজনায় রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় শাহবাগে জনজট তৈরি হয়েছে। যদিও অ্যাম্বুলেন্স ও জরুরি যানবাহনগুলোকে চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে, তবুও সাধারণ জনগণের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে