ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫
Sharenews24

৩ দেশকে বার্তা দিলো পাকিস্তান

২০২৫ মে ১০ ১৩:০৯:৫৯
৩ দেশকে বার্তা দিলো পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক: ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান। ক্রমেই এই পাল্টা হামলা জুড়ালো করছে ইসলামাবাদ। ভারত দাবি করেছে, তাদের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু হিসেবে নিয়েছে পাকিস্তান এবং হামলাও করেছে। পাকিস্তান বেশ কয়েকটি সামরিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার কথা স্বীকারও করেছে। ফলে দেশ দুটি চূড়ান্ত যুদ্ধের দিকেই যাচ্ছে। এমন অবস্থায় পাকিস্তানকে থেমে যাওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইরান ও সৌদি আরব।

তবে পাকিস্তান তিন দেশের আহ্বান প্রত্যাখ্যান করেছে। বলেছে, ‘আমরা এই হামলার মুখে নীরব থাকতে পারি না এবং আমরা থামার অবস্থায় নেই।’

এদিকে ‘অপারেশন সিঁদুরের’ ‘যথাযথ প্রতিক্রিয়া’ হিসেবে ‘বুনিয়ান-উন-মারসুস’ নামে অপারেশন শুরু করে পাকিস্তান। এর অংশ হিসেবে ভারতের বিভিন্ন এলাকায় ড্রোন পাঠিয়েছে দেশটি।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও শুক্রবার (৯ মে) পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে ফোনে কথা বলেছেন। ভারতের সঙ্গে চলমান পাল্টাপাল্টি হামলা ও উত্তেজনা নিরসনে ‘মার্কিন মধ্যস্থতার প্রস্তাব’ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্র দপ্তরের একটি বিবরণীতে বলা হয়েছে, রুবিও উভয়পক্ষকে উত্তেজনা কমানোর উপায় খুঁজে বের করার জন্য অনুরোধ করেছেন। ‘ভবিষ্যতের সংঘাত এড়াতে গঠনমূলক আলোচনা শুরু করার জন্য’ মার্কিন সহায়তারও প্রস্তাব দিয়েছেন তিনি।

পাকিস্তানি বা ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে রুবিওর ফোন কলের বিবরণীতে মার্কিন সহায়তার এই ধরনের প্রস্তাবের কথা এই প্রথম উল্লেখ করা হলো।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে