ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫
Sharenews24

রেনাটাকে ৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে আইএফসি

২০২৫ মে ১০ ১৩:৪০:০১
রেনাটাকে ৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে আইএফসি

নিজস্ব প্রতিবেদক: দেশীয় শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি রেনাটা লিমিটেডকে প্রায় ৭০০ কোটি টাকা (৫ কোটি ৮০ লাখ মার্কিন ডলার) দীর্ঘমেয়াদি ঋণ দিচ্ছে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান আইএফসি (ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন)। এ সংক্রান্ত একটি চুক্তি বৃহস্পতিবার দুই প্রতিষ্ঠানের মধ্যে সই হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অর্থায়নের মাধ্যমে রেনাটার সরবরাহ শৃঙ্খল আরও স্থিতিশীল হবে এবং মানসম্মত ওষুধ উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে নতুন গতি আসবে। পাশাপাশি এটি দেশের ওষুধশিল্পকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে।

রেনাটার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এস কাইসার কবির বলেন, “ডলার সরবরাহ ঘাটতি ও দেশে অর্থায়নের উচ্চ খরচের সময়ে আইএফসির এই সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে করে আমাদের কাঁচামালের প্রাপ্যতা এবং উৎপাদনব্যবস্থা আরও মজবুত হবে।”

আইএফসির দক্ষিণ এশিয়া আঞ্চলিক পরিচালক ইমাদ এন ফাখুরি বলেন, “এই অংশীদারত্ব শুধু রেনাটা নয়, পুরো ওষুধখাতের প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বৃদ্ধিতে অবদান রাখবে।” তিনি আশা প্রকাশ করেন, বিশ্ববাজারে বাংলাদেশের জেনেরিক ওষুধের অবস্থান আরও শক্তিশালী হবে।

বর্তমানে বাংলাদেশ প্রায় সম্পূর্ণ অভ্যন্তরীণ ওষুধচাহিদা পূরণ করছে এবং ক্রমাগত আন্তর্জাতিক বাজারে তার পরিধি বাড়াচ্ছে।

মুসআব/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে