ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫
Sharenews24

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার শাহবাগে গণজমায়েতের ডাক

২০২৫ মে ০৯ ২৩:৪২:১৭
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার শাহবাগে গণজমায়েতের ডাক

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি আগামীকাল শনিবার (১১ মে) বিকেলে রাজধানীর শাহবাগে গণজমায়েতের ঘোষণা দিয়েছে।

কর্মসূচির মূল দাবি হলো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার বিকেল ৩টায় শাহবাগে এই গণজমায়েত শুরু হবে।

সংবাদ সম্মেলনে দলের দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এ কর্মসূচি ঘোষণা করেন। অন্যদিকে দলের শীর্ষ নেতা নাহিদ ইসলাম বলেন, এই কর্মসূচিকে ‘গণআন্দোলনের অংশ’ হিসেবে বিবেচনা করা হচ্ছে, যার মাধ্যমে পুরো বাংলাদেশ আবারো ঢাকা শহরের দিকে মার্চ করবে।

এটি একটি রাজনৈতিক আন্দোলনের অংশ, যার মূল লক্ষ্য হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে