ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
Sharenews24

১৮ জুলাই ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস’

২০২৫ জুলাই ০১ ০০:১৭:৩৭
১৮ জুলাই ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস’

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ১৮ জুলাই দিনটিকে 'বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস' হিসেবে পালন করা হবে।

সোমবার (৩০ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি উল্লেখ করেন, সরকার আগামীকাল জুলাই মাস উদযাপনের জন্য তাদের ক্যালেন্ডার ঘোষণা করতে যাচ্ছে।

শফিকুল আলম জানান, "আপাতত আমরা আপনাদের এটুকু বলতে পারি যে, অনেক গুরুত্বপূর্ণ তারিখের মধ্যে ১৮ জুলাই সম্পূর্ণরূপে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং তাদের সাহসী প্রচেষ্টার জন্য উৎসর্গ করা হয়েছে।"

ফেসবুক পোস্টে তিনি 'প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশ (পুসাব)' এর একটি পোস্টারও শেয়ার করেন।

শফিকুল আলমের পোস্টটি ইঙ্গিত দেয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তাদের আন্দোলনকে এই দিবসের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হচ্ছে।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে