ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
Sharenews24

ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের সব ব্যাংক হিসাব জব্দ

২০২৫ জুলাই ০১ ০০:২২:৪২
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের সব ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী এবং তার পরিবারের সদস্যদের সব ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সোমবার (৩০ জুন) বিএফআইইউ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্টগুলো জব্দ করার নির্দেশ দিয়েছে।

শওকত আলী চৌধুরীর পাশাপাশি তার স্ত্রী তাসমিয়া আম্বারীন (ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান), মেয়ে জারা নামরীন (ইস্টার্ন ব্যাংকের পরিচালক) এবং ছেলে মো. জারান আলী চৌধুরীর ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।

বিএফআইইউ'র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, হিসাব জব্দ করা ব্যক্তি এবং তাদের ব্যক্তিগত মালিকানাধীন ব্যবসায়িক অ্যাকাউন্টগুলোর সব ধরনের লেনদেন বন্ধ থাকবে।

প্রাথমিকভাবে আগামী ৩০ দিনের জন্য এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না এবং প্রয়োজনে এই স্থগিতাদেশের সময়সীমা বাড়ানো হতে পারে।

বিএফআইইউ'র নির্দেশনায় বলা হয়েছে, এসব ব্যক্তি ও তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা হিসাবসংক্রান্ত সব তথ্য—যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ডকুমেন্ট এবং লেনদেনের বিবরণী আগামী ২ জুলাইয়ের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে।

বিএফআইইউ'র একটি সূত্র জানিয়েছে, শওকত আলী চৌধুরীর সঙ্গে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফতের সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এই তথ্যগুলো বিশ্লেষণ করেই বিএফআইইউ এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে