ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
Sharenews24

সৌর বিদ্যুতে রবি: ১০০ মেগাওয়াটের যৌথ বিনিয়োগের পরিকল্পনা

২০২৫ মে ০৭ ২২:২৩:১৬
সৌর বিদ্যুতে রবি: ১০০ মেগাওয়াটের যৌথ বিনিয়োগের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশের অন্যতম মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড ফোলো সোলার সলিউশন লিমিটেড ও গ্রিন পাওয়ার এশিয়া যৌথভাবে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে। রবির নিজস্ব চাহিদা পূরণের পর অতিরিক্ত বিদ্যুৎ অন্যান্য প্রতিষ্ঠানকে বিক্রি করা হবে।

বুধবার (০৭ মে) রাজধানীর গুলশানে রবির করপোরেট অফিসে তিন প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ স্বাক্ষরিত হয়।

চুক্তিতে রবির পক্ষে স্বাক্ষর করেন চিফ টেকনোলজি অফিসার পেরিহান এলহামি আহমেদ মেতাওয়েহ, ফোলো সোলারের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আজিম কাশেম এবং গ্রিন পাওয়ার এশিয়ার পক্ষে প্রেসিডেন্ট পেরিক মরির।

রবির করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান শাহেদ আলম জানান, “আমাদের লক্ষ্য একটি পরিবেশবান্ধব এবং নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করা। ইতোমধ্যে দেশের ৫ শতাংশ টাওয়ার সৌরবিদ্যুৎচালিত। বর্তমানে রবির নিজস্ব চাহিদা প্রায় ৩০ মেগাওয়াট হলেও ভবিষ্যতে তা আরও বাড়বে।”

চিফ টেকনোলজি অফিসার পেরিহান এলহামি বলেন, “এই প্রকল্প বাংলাদেশের নেট-জিরো কার্বন লক্ষ্য অর্জনে সহায়ক হবে এবং বছরে প্রায় ৬৮ হাজার ২০০ টন কার্বন নিঃসরণ হ্রাস করবে।”

ফোলো সোলারের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আজিম জানান, “আমাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য ৪০০ থেকে ১,০০০ মেগাওয়াট পর্যন্ত সৌর বিদ্যুৎ উৎপাদন। এই লক্ষ্যে সরকারের প্রস্তাবিত মার্চেন্ট পাওয়ার পলিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে তিনটি সম্ভাব্য সাইট নির্ধারণ করা হয়েছে—মাতারবাড়ি, নোয়াখালী এবং ঢাকার আশপাশের একটি এলাকা। চূড়ান্ত স্থান নির্ধারণ ও অনুমোদনের পর পরবর্তী ধাপে যাবে প্রকল্পটি।

তারা জানান, এটি একটি যৌথ মালিকানার প্রকল্প হবে এবং উৎপাদন খরচ নির্ভর করবে বিনিয়োগ ও সরকারের নীতিমালার ওপর। বর্তমানে প্রকল্পের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা অন্য কোনো অথরিটির অনুমোদন নেওয়া হয়নি। তবে সরকারের মার্চেন্ট পাওয়ার পলিসির অধীনেই অনুমোদন ও বাস্তবায়ন হবে।

অনুষ্ঠানে রবি, ফোলো সোলার ও গ্রিন পাওয়ার এশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে