ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫
Sharenews24

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিটের তারিখ জানাল রেল

২০২৫ মে ০৫ ১৫:৪৯:১৯
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিটের তারিখ জানাল রেল

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা সামনে রেখে দেশের অন্যতম প্রধান গণপরিবহন ব্যবস্থা বাংলাদেশ রেলওয়ে ঈদযাত্রার জন্য অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে। আগামী ২১ মে থেকে শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি, যেদিন ৩১ মে তারিখের টিকিট ইস্যু করা হবে। এরপর পর্যায়ক্রমে ১ জুন থেকে ৬ জুন পর্যন্ত প্রতিদিনের টিকিট নির্ধারিত দিনে বিক্রি হবে। অন্যদিকে, ঈদ শেষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে থেকে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এবার পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে দুটি ট্রেন চলবে শোলাকিয়ার ঐতিহাসিক ঈদ জামাতে অংশগ্রহণকারী মুসল্লিদের জন্য, যা ভৈরববাজার–কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ–কিশোরগঞ্জ রুটে পরিচালিত হবে। এছাড়া চট্টগ্রাম–চাঁদপুর, ঢাকা–দেওয়ানগঞ্জ এবং জয়দেবপুর–পার্বতীপুর রুটে আরও তিনটি বিশেষ ট্রেন চলবে।

এবার ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনের জন্য তিনটি ক্যাটেল স্পেশাল ট্রেন পরিচালনার ঘোষণাও দেওয়া হয়েছে। প্রথম ক্যাটেল ট্রেনটি ২ জুন বিকেল ৫টায় দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। দ্বিতীয়টি একই রুটে ৩ জুন চলবে। অন্যদিকে, তৃতীয় ক্যাটেল স্পেশাল ট্রেনটি ২ জুন দুপুর ৩টা ৪০ মিনিটে ইসলামপুর বাজার থেকে ঢাকা রওনা দেবে। এসব বিশেষ ট্রেনের মাধ্যমে ব্যবসায়ীরা সহজেই পশু পরিবহন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ের পূর্বাঞ্চলের উপপ্রধান পরিচালন কর্মকর্তা তারেক মুহম্মদ ইমরান জানান, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ অথবা ৮ জুন দেশে ঈদুল আজহা উদযাপিত হতে পারে। সে লক্ষ্যেই আগেভাগে প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারের টিকিট ব্যবস্থাপনায় নতুনত্ব হিসেবে পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হবে। প্রতিটি যাত্রী অগ্রিম ও ফিরতি যাত্রা মিলিয়ে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন, তবে এসব টিকিট ফেরতযোগ্য বা রিফান্ডযোগ্য নয়। যাত্রীদের জন্য এই বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যেন তারা কেনার সময় সতর্ক থাকেন।

রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের ঈদযাত্রাকে নির্বিঘ্ন, নিরাপদ ও সময়োপযোগী করতে প্রতিটি স্টেশনে বাড়তি নজরদারি থাকবে। বিশেষ করে অনলাইন টিকিটিং সিস্টেম, স্টেশন ব্যবস্থাপনা, পশু পরিবহন এবং যাত্রী নিরাপত্তা—সব বিষয়েই কঠোর মনিটরিং চলবে। গণপরিবহনে চাপ কমাতে রেলের এই প্রস্তুতি স্বস্তি দেবে বলে মনে করছেন যাত্রীরা।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে