ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫
Sharenews24

বেগম খালেদা জিয়ার বাসার একাল-সেকাল

২০২৫ মে ০৬ ১২:৫৪:২৩
বেগম খালেদা জিয়ার বাসার একাল-সেকাল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’-এর সামনের দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। একটি ছবিতে দেখা যাচ্ছে—বালুভর্তি ট্রাক দিয়ে রাস্তা অবরোধ করে রাখা হয়েছে, অন্যটিতে—বাসার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল ও কড়া নিরাপত্তা।

প্রথম ছবিটি ২০১৩ সালের ২৯ ডিসেম্বরের। তখন রাজনৈতিক অস্থিরতার সময় বেগম জিয়াকে কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছিল। দ্বিতীয়টি আজ, ৬ মে ২০২৫ সালের। তিনি লন্ডনে দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে দেশে ফেরার পর বাসায় ফেরার সময় এই নিরাপত্তাব্যবস্থা দেখা গেছে।

এই দুই সময়ের তুলনামূলক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকে এ দুটি ছবি শেয়ার করে নিজেদের মতামত জানিয়েছেন।

ফেসবুক ব্যবহারকারী শাহীন পারভেজ অজান্ত লিখেছেন, “গণতন্ত্রের আপোসহীন নেত্রীর বাসার একাল-সেকাল! এই ছবি প্রমাণ করে, ক্ষমতা চিরস্থায়ী নয়। যারা ফেরাউনের মতো রাজনীতি করেন, তাদের জন্য এটি শিক্ষা হওয়ার কথা। আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন, যাকে ইচ্ছা অপমান করেন।”

মোশাররফ হোসাইন তারিখ উল্লেখ করে লিখেছেন, “২৯ ডিসেম্বর ২০১৩—বালুর ট্রাকে অবরুদ্ধ খালেদা জিয়া। ৬ মে ২০২৫—ফিরোজার সামনে কঠোর নিরাপত্তা।”

জুবায়ের ইবনে কামার লিখেছেন, “এক সময় আওয়ামী লীগ বালুর ট্রাক দিয়ে খালেদার বাসার পথ রোধ করেছিল। আজ দেশে ফিরে সেই বাসায় ফেরার সময় আছে বহু স্তরের নিরাপত্তা।”

আরও অনেকেই মন্তব্য করেছেন—“এটাই দেশের রাজনীতি, আজ কেউ ক্ষমতায়, কাল কেউ নয়,” অথবা শুধু একটি শব্দে লিখেছেন—“বিবর্তন।”

উল্লেখ্য, আজ সকালে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরেছেন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে ফিরেছেন দুই পুত্রবধূ—তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান (প্রায় ১৭ বছর পর দেশে ফিরলেন) এবং আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে