ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বেগম জিয়ার দেশে ফেরা উপলক্ষে ‘বিশেষ রান্না’

২০২৫ মে ০৬ ১৪:৩২:৩৯
বেগম জিয়ার দেশে ফেরা উপলক্ষে ‘বিশেষ রান্না’

নিজস্ব প্রতিবেদক: চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার সঙ্গে ফিরেছেন দুই পুত্রবধূ—জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। দীর্ঘদিন পর একসঙ্গে ফিরে আসার এ বিশেষ মুহূর্ত উদযাপন করতে গুলশানের ফিরোজা বাসভবনে আয়োজন করা হয়েছে বিশেষ ভোজের।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এই বিশেষ রান্নার দায়িত্বে ছিলেন জিয়াউর রহমানের সময়কার পুরোনো বাবুর্চি, যিনি এখনও খালেদা জিয়ার ব্যক্তিগত বাবুর্চি হিসেবে কাজ করছেন।

তবে মেন্যুতে কী কী রয়েছে, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু জানাননি। বলেন, “আজ বিশেষ কোনো রান্না আছে কি না, সেটা বলা যাচ্ছে না, তবে বিশেষ কিছু তো থাকতেই পারে।”

সকাল ১০টা ৪০ মিনিটে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফেরার পর খালেদা জিয়া সরাসরি গুলশানের ৮০ নম্বর সড়কের ফিরোজা বাসায় পৌঁছান। বাসভবনের যাবতীয় প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়েছে, খালেদা জিয়ার ব্যবহৃত দুটি গাড়িও প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে দলীয় নেতাকর্মীদের মধ্যে খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। অনেকেই তাকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনে রওনা হয়ে তিনি ৮ জানুয়ারি যুক্তরাজ্যে পৌঁছান। প্রথমে একটি বিশেষায়িত ক্লিনিকে ১৭ দিন ভর্তি ছিলেন এবং এরপর থেকে বড় ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। তার চিকিৎসায় যুক্ত ছিলেন অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রস।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে