ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে বহুজাতিক কোম্পানির নেতিবাচক রেকর্ড

২০২৫ মে ০৫ ১৬:৫২:৪৩
শেয়ারবাজারে বহুজাতিক কোম্পানির নেতিবাচক রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত একটি বহুজাতিক কোম্পানি নির্ধারিত সময়সীমার মধ্যে শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড বিতরণে ব্যর্থ হওয়ায় 'জেড' ক্যাটাগরিতে নেমে গেছে। এই ঘটনা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এবং বাজারে একধরনের নেতিবাচক বার্তা ছড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সংশ্লিষ্ট কোম্পানিটি নিয়ম অনুযায়ী বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত করলেও নির্ধারিত সময়ের মধ্যে শেয়ারহোল্ডারদের মাঝে ঘোষিত ডিভিডেন্ড বিতরণ করেনি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, এই ব্যর্থতার জন্য আজ সোমবার থেকে কোম্পানিটিকে 'জেড' ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কোম্পানিটি হলো আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড।

ডিএসইর লিস্টিং রেগুলেশন অনুযায়ী, কোনো কোম্পানি সময়মতো ডিভিডেন্ড বিতরণে ব্যর্থ হলে সেটিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়। এই ক্যাটাগরির কোম্পানিগুলো সাধারণত ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয় এবং সেগুলোর শেয়ারদরে ব্যাপক অস্থিরতা দেখা যায়।

বিশ্লেষকদের মতে, এমন একটি বহুজাতিক কোম্পানির 'জেড' ক্যাটাগরিতে পড়া শেয়ারবাজারের জন্য অত্যন্ত নেতিবাচক ইঙ্গিত বহন করে। এতে করে বিদেশি বিনিয়োগকারীদের ইমেজ ক্ষুণ্ন হতে পারে, পাশাপাশি স্থানীয় বিনিয়োগকারীদের মধ্যেও শঙ্কা বাড়বে।

বাজার বিশ্লেষকরা বলছেন, বহুজাতিক কোম্পানিগুলো সাধারণত ভালো শেয়ার ব্যবস্থাপনা, সময়মতো ডিভিডেন্ড বিতরণ এবং স্বচ্ছতা বজায় রাখার জন্য পরিচিত। এদের মধ্য থেকে কোনো একটি কোম্পানির জেড ক্যাটাগরিতে চলে যাওয়া সামগ্রিক বাজারের শৃঙ্খলা ও বিনিয়োগকারীদের আস্থার জন্য অশনিসংকেত।

এ বিষয়ে ডিএসইর একজন কর্মকতা জানিয়েছেন, কোম্পানিটি কেন সময়মতো ডিভিডেন্ড বিতরণে ব্যর্থ হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) হস্তক্ষেপ চাওয়া হতে পারে। তবে বাজার সংশ্লিষ্টরা মনে করেন, কোম্পানিটির কর্তৃপক্ষের এক ধরনের খামখেয়ালীর কারণে এমনটা হয়েছে। কারণ কোম্পানিটি আর্থিকভাবে এতোটা দুর্বল প্রকৃতির নয়। হয়তো শিগগির কোম্পানিটি শেয়ারহোল্ডারদের মধ্যে ডিভিডেন্ড বিতরণে সক্ষম হবে। এ নিয়ে আতঙ্ক হওয়া কিছু নেই।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে