ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫
Sharenews24

৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

২০২৫ মে ০৫ ২০:২০:৩৭
৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। সোমবার (৫ মে) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ২০ মে এবং চলবে ২৪ জুন ২০২৫ পর্যন্ত।

সাধারণ ক্যাডার ও কারিগরি বা পেশাগত উভয় ক্যাডারের প্রার্থীদের জন্য এই সময়সূচি প্রযোজ্য হবে। পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বিপিএসসির প্রধান কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে।

মৌখিক পরীক্ষার নির্দিষ্ট তারিখ ও সময়সূচি বিপিএসসির ওয়েবসাইট ([www.bpsc.gov.bd](http://www.bpsc.gov.bd)) এবং টেলিটকের ওয়েবসাইট ([https://bpsc.teletalk.com.bd](https://bpsc.teletalk.com.bd))–এ পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুক্তিসংগত কারণে কমিশন প্রয়োজনে সময়সূচি পরিবর্তন করতে পারবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের নির্ধারিত দিনে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে