ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫
Sharenews24

মুনাফা নিম্নমুখী ফার্মা ও রসায়ন খাতের ১৫ কোম্পানির

২০২৫ মে ০১ ১৯:৩৪:২৮
মুনাফা নিম্নমুখী ফার্মা ও রসায়ন খাতের ১৫ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়রবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত ৩৪টি কোম্পানির মধ্যে এ পর্যন্ত ২৬টি কোম্পানির তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৫) ইপিএস পাওয়া গেছে। কোম্পানিগুলোর মধ্যে ইপিএস কমেছে ১৫টি কোম্পানির। ডিএসই ও কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- একমি পেস্টিসাইড, এসিআই লিমিটেড, এসিআই ফর্মুলেশনস, অ্যাডভেন্ট ফার্মা, সেন্ট্রাল ফার্মা, ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, ইন্দো-বাংলা ফার্মা, টেকনো ড্রাগস, সিলকো ফার্মাসিউটিক্যালস, স্যালভো কেমিক্যাল, সিলভা ফার্মা, জেএমআই হসপিটাল এবং ওয়াটা কেমিক্যালস।

একমি পেস্টিসাইড

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭২ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০৩ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ২ পয়সা লোকসান হয়েছে। আগের বছরের একই সময়ে ৫৯ পয়সা লোকসান হয়েছিল।

এসিআই ফর্মুলেশনস

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৯ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২ টাকা ০৪ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস কমেছে ১৫ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮ টাকা ৬৫ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৬ টাকা ৩৮ পয়সা।

এসিআই লিমিটেড

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ১ টাকা ১২ পয়সা হয়েছে। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১৩ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯ টাকা ১১ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৭ টাকা ১৮ পয়সা।

অ্যাডভেন্ট ফার্মা

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২৯ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪ মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৯১ পয়সা।

ইন্দো-বাংলা ফার্মা

অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০৯ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০৮ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই ২৪-মার্চ ২৫) কোম্পানিটির ১৭ পয়সা লোকসান হয়েছে। আগের বছরের একই সময়ে ১৩ পয়সা লোকসান হয়েছিল।

সেন্ট্রাল ফার্মা

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১০ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১৬ পয়সা। তবে আগের বছরের তুলনায় কোম্পানিটির এবছর লোকসান কমেছে।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৪ পয়সা । আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৩১ পয়সা।

জেএমআই হসপিটাল

অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫০ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৫৬ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই ২৪-মার্চ ২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫৬ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৭৩ পয়সা।

ওরিয়ন ইনফিউশন

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৭ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৩৯ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪০ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৪৫ পয়সা।

ওরিয়ন ফার্মা

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৪২ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি ১৮ পয়সা লোকসান হয়েছে। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৬৫ পয়সা।

সিলভা ফার্মা

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৪ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ০৪ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৭ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০৮ পয়সা।

সিলকো ফার্মাসিউটিক্যালস

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১৬ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪০ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৩৯ পয়সা।

স্যালভো কেমিক্যাল

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৬৬ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৯ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৯৭ পয়সা।

টেকনো ড্রাগস

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৪২ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪১ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২ টাকা ৫৮ পয়সা।

ওয়াটা কেমিক্যালস

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৪৭ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস কমেছে ২২ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৭ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ০১ পয়সা।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে