ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫
Sharenews24

দীর্ঘদিন পর দায় মুক্ত পেট্রোবাংলা

২০২৫ এপ্রিল ৩০ ১৯:৫৬:৩৪
দীর্ঘদিন পর দায় মুক্ত পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে দেশের জ্বালানি খাতে বড় ধরনের আর্থিক অর্জন হয়েছে। বহুবছরের বকেয়া পরিশোধ করে অবশেষে সম্পূর্ণ দায়মুক্ত হয়েছে পেট্রোবাংলা। সংস্থাটি জানিয়েছে, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ৩০ এপ্রিল ২০২৫ পর্যন্ত সময়ের মধ্যে মোট ৩৭৩৯.৯৫ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৪৫ হাজার ২৫৩ কোটি টাকা সমপরিমাণ দেনা পরিশোধ করা হয়েছে।

সরকার দায়িত্ব নেওয়ার সময় পেট্রোবাংলার মোট বৈদেশিক দেনার পরিমাণ ছিল ৭৩৭.৪৬ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৭০২ কোটি টাকা)। যদিও এ পরিশোধের সময়সীমা ছিল ৩০ জুন ২০২৫, লক্ষ্যমাত্রার দুই মাস আগেই সব মেয়াদোত্তীর্ণ ও বকেয়া পরিশোধ সম্ভব হয়েছে বলে জানানো হয়।

পেট্রোবাংলা সূত্র জানায়, এ দেনার মধ্যে ছিল আন্তর্জাতিক তেল কোম্পানি (আইওসি) যেমন শেভরন ও তাল্লো, দীর্ঘমেয়াদি এলএনজি চুক্তির আওতায় কাতার এনার্জি ও ওকিউটি, স্পট মার্কেট থেকে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান, দুটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) এবং আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশনের ঋণ।

দায়মুক্তির এ সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে সমন্বিত টিমওয়ার্ক। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার নেতৃত্বে সংশ্লিষ্ট সব সংস্থা মিলে মাসভিত্তিক আদায় লক্ষ্যমাত্রা ঠিক করে দেনা পরিশোধের রূপরেখা তৈরি করে। গ্যাস উৎপাদন ও বিতরণ কোম্পানিগুলোর কাছ থেকে নিয়মিত অর্থ আদায় এবং গ্রাহকদের গ্যাস বিল পরিশোধে সচেতনতাও লক্ষ্যমাত্রা পূরণে সহায়ক হয়েছে।

এছাড়া, বৈদেশিক মুদ্রায় বিল পরিশোধের জন্য ব্যাংকের সংখ্যা বাড়ানো, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিশেষ সহায়তা এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) থেকে ২ হাজার কোটি টাকার ঋণ প্রাপ্তি এ সফলতা নিশ্চিত করতে বড় ভূমিকা রেখেছে। মার্চ ও এপ্রিল মাসে মোট ১৪৪৫.৪১ মিলিয়ন ডলার পরিশোধের মাধ্যমে চার শ্রেণির পাওনাদারদের সব বকেয়া মিটিয়ে ফেলা হয়।

পেট্রোবাংলা জানায়, এর ফলে দেশের ক্রেডিট রেটিং উন্নত হবে, আন্তর্জাতিক সরবরাহকারীদের কাছে বাংলাদেশের আস্থা বৃদ্ধি পাবে, এলএনজি আমদানির ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে এবং কম প্রিমিয়াম রেটে গ্যাস আমদানির সুযোগ তৈরি হবে।

দায়মুক্তির ফলে ভবিষ্যতে আর বিলম্ব সুদ দিতে হবে না। ইতোমধ্যে বিলম্ব পরিশোধজনিত জরিমানার অঙ্ক ছিল ৫৪.৫৭ মিলিয়ন ডলার। এখন থেকে সময়মত এলএনজি কার্গো শিপমেন্ট নিশ্চিত করার মাধ্যমে ঝুঁকিমুক্ত সরবরাহ চেইন গড়ে তোলা সম্ভব হবে।

পেট্রোবাংলা আরও জানিয়েছে, দেশের গ্যাসের চাহিদা পূরণে নতুন গ্যাস অনুসন্ধান, ওয়ার্কওভার ও উৎপাদন বৃদ্ধিমূলক কার্যক্রম চালানো হবে। কারিগরি লস কমাতে বিদ্যমান সিস্টেমে রোডম্যাপ বাস্তবায়ন এবং দ্বৈত ভ্যাট সমস্যার সমাধানে সরকার ইতোমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে।

পেট্রোবাংলা কর্তৃপক্ষ বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক, অর্থ বিভাগ, বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ, শিল্প ও কৃষি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব ব্যাংক ও অংশীজনকে। এছাড়া নিয়মিত গ্যাস বিল পরিশোধকারী সাধারণ গ্রাহকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

মুয়াজ/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে