ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
Sharenews24

'মানবিক করিডোর' নিয়ে যা বললেন প্রেস সচিব

২০২৫ এপ্রিল ২৯ ১৭:৫৯:৪০
'মানবিক করিডোর' নিয়ে যা বললেন প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের রাখাইন রাজ্যে ত্রাণ পৌঁছাতে জাতিসংঘের নেতৃত্বে একটি ‘মানবিক করিডোর’ চালুর বিষয়ে এখনও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (২৯ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘রাখাইন থেকে মানবিক করিডোর নিয়ে প্রশ্ন ও উত্তর’ শিরোনামে একটি পোস্টে সরকারে অবস্থান স্পষ্ট করেন তিনি।

তিনি লেখেন, “সরকার জাতিসংঘ কিংবা অন্য কোনো পক্ষের সঙ্গে তথাকথিত ‘মানবিক করিডোর’ নিয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা করেনি। তবে যদি জাতিসংঘের নেতৃত্বে রাখাইনে মানবিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়, সে ক্ষেত্রে বাংলাদেশ লজিস্টিক সহায়তা দিতে আগ্রহী।”

শফিকুল আলম বলেন, “ইউএনডিপি’র তথ্য অনুযায়ী রাখাইন রাজ্যে তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে। সাম্প্রতিক বিধ্বংসী ভূমিকম্পের পর মিয়ানমারকে সহায়তা প্রদানে বাংলাদেশের অতীত ইতিহাস ইতিবাচক। একই সঙ্গে আমরা উদ্বিগ্ন যে, রাখাইনের পরিস্থিতির অবনতি হলে সেখান থেকে বাংলাদেশে শরণার্থী প্রবাহ বাড়তে পারে, যা আমাদের সক্ষমতার বাইরে।”

তিনি আরও বলেন, “আমরা মনে করি, জাতিসংঘ-নেতৃত্বাধীন মানবিক সহায়তা রাখাইন অঞ্চলের স্থিতিশীলতায় ভূমিকা রাখবে এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করবে। বাস্তবতার বিচারে রাখাইনে সহায়তা পাঠানোর একমাত্র কার্যকর ও টেকসই রুট বাংলাদেশ হয়ে যেতে পারে। আর এই পথ ব্যবহার করে সহায়তা পাঠাতে চাইলে বাংলাদেশ লজিস্টিক সহায়তা দিতে নীতিগতভাবে প্রস্তুত।”

তবে এই মুহূর্তে রাখাইনকে সহায়তা দেওয়া কিংবা করিডোর চালুর বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি। “এ ব্যাপারে আমরা সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করছি। যথাসময়ে দেশের অভ্যন্তরীণ স্টেকহোল্ডারদের সঙ্গেও পরামর্শ করা হবে,” যোগ করেন প্রেস সচিব।

মানবিক করিডোর ইস্যুতে একটি আন্তর্জাতিক শক্তির ভূ-রাজনৈতিক অংশগ্রহণ রয়েছে বলে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে, সেগুলো প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “এই ধরনের প্রতিবেদন নিছক গুজব এবং বিভ্রান্তিকর প্রচারণা। গত কয়েক মাস ধরে বাংলাদেশকে ঘিরে এমন ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে, যা এখনো থেমে নেই। এই প্রচারও সেই ধারাবাহিক অংশ।“

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে