ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
Sharenews24

মোদি বললেন, ‘শেখ হাসিনাকে চুপ রাখতে পারব না’: ড. ইউনূস

২০২৫ এপ্রিল ২৮ ০৮:৪৬:৫১
মোদি বললেন, ‘শেখ হাসিনাকে চুপ রাখতে পারব না’: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলজাজিরার একটি সাক্ষাৎকারে কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সাক্ষাৎকারটি ২৭ এপ্রিল আলজাজিরার ওয়েবসাইটে “Muhammad Yunus: Real Reform or Just a New Ruling Class in Bangladesh?” শিরোনামে প্রকাশিত হয়।

ড. ইউনূস বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণ অন্তর্বর্তী সরকারকেই একটি গ্রহণযোগ্য সমাধান হিসেবে দেখছে। তিনি জানান, সরকার জনগণকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতেই নির্বাচন আয়োজনের প্রক্রিয়ায় এগোচ্ছে।

তিনি জানান, সরকারের লক্ষ্য হচ্ছে বিগত সরকারের অনিয়ম ও দুর্নীতি দূর করে অর্থবহ সংস্কার নিশ্চিত করা এবং অতীতের যেকোনো সময়ের তুলনায় ভালো নির্বাচন উপহার দেওয়া। সংস্কার প্রক্রিয়ার অগ্রগতি অনুযায়ী নির্বাচন ডিসেম্বরের মধ্যে অথবা পরের বছর জুনের মধ্যে হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে ড. ইউনূস বলেন, "এই বিষয়ে প্রথম সিদ্ধান্ত নিতে হবে দলটিকেই—তারা আদৌ নির্বাচনে অংশ নেবে কি না। তারা এখনো স্পষ্ট কিছু জানায়নি। পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকা, অন্যান্য রাজনৈতিক দলের মতামত এবং প্রচলিত আইনের বিষয়গুলোও বিবেচনায় আসবে।"

তিনি এ-ও জানান, এই সিদ্ধান্ত পুরোপুরি নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দেওয়া হচ্ছে না, কারণ কিছু রাজনৈতিক দল দাবি করতে পারে যে বর্তমান আইন অনুযায়ী আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই।

এক প্রশ্নের উত্তরে ড. ইউনূস বলেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিমসটেক সম্মেলনের সময় শেখ হাসিনার বিষয়ে কথা বলেন। তিনি মোদিকে অনুরোধ করেন শেখ হাসিনাকে ‘চুপ রাখতে’, কিন্তু মোদির জবাব ছিল, “আমি পারব না, কারণ ভারতে সবাই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে—এটি খোলামেলা একটি জায়গা।”

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে