ঢাকা, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে ১০০ পয়েন্টের মিরাকল কামব্যাক, পুনরুদ্ধারের লক্ষণ

২০২৫ এপ্রিল ২৭ ১৫:০৮:৩৯
শেয়ারবাজারে ১০০ পয়েন্টের মিরাকল কামব্যাক, পুনরুদ্ধারের লক্ষণ

নিজস্ব প্রতিবেদক: টানা ৯ কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছিল ২৩৩ পয়েন্ট। আর বিনিয়োগকারীরা মূলধন হারিয়েছিল ৮ হাজার ৫১৯ কোটি টাকা।

আজ সপ্তাহের প্রথম কর্মদিবস রোববারও একই চেহারায় হাজির হয় দেশের উভয় শেয়ারবাজার। এদিন লেনদেনের প্রথম ভাগে ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৫৮ পয়েন্টের বেশি কমে যায়। তারপর শেষ ভাগে মিরাকল কামব্যাক দেখা যায়। এক পর্যায়ে ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৪২ পয়েন্ট বেড়ে যায়। অর্থাৎ এদিন ডিএসইর প্রধান সূচক ১০০ পয়েন্টের বেশি উঠা-নামা করে। তবে দিনশেষে ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে প্রায় ২৩ পয়েন্ট বৃদ্ধি পায়।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারের এই ধরণের কামব্যাক একটি অত্যন্ত ইতিবাচক ইঙ্গিত। এটি বাজারের পুনরুদ্ধারের স্পষ্ট লক্ষণ। তাঁদের মতে, বড় বিনিয়োগকারী এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এখন অত্যন্ত সতর্কভাবে বাজার পর্যবেক্ষণ করছেন। বাজার কিছুটা ঘুরে দাঁড়ানোর পর নতুন বিনিয়োগের প্রবাহ বাড়বে এবং এর ফলে আগামী দিনগুলোতে সূচকে বড় ধরনের প্রবৃদ্ধি দেখা যেতে পারে।

বাজার বিশ্লেষকদের ভাষ্যমতে, সাম্প্রতিক সময়ে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড প্রবৃদ্ধি অর্জন করেছে এবং মুদ্রাবাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে। একই সময়ে শেয়ারবাজারে চলমান নানাবিধ সংস্কার প্রক্রিয়ার অগ্রগতি বিনিয়োগকারীদের মাঝে নতুন করে আস্থা সঞ্চার করতে পারে। বাজারের এই ধারা অব্যাহত থাকলে শেয়ারবাজার আবারও শক্ত ভিতের ওপর দাঁড়াতে পারবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার চিত্র

আজ (২৭ এপ্রিল) ডিএসইর প্রধান সূচক ২২.৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৯৫ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৩.৩২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৫২ পয়েন্টে। আগের দিন ডিএসইর প্রধান সূচক কমেছিল প্রায় ৫০ পয়েন্ট।

ডিএসইতে আজ ৩৩৮ কোটি ৬৪ নাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৬৭ কোটি ১৪ লাখ টাকার।

এদিন লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৩৫টির, কমেছে ৯৯টির এবং পরিবর্তন হয়নি ৬৩টির।

রোববার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বাজার চিত্র

সিএসইতে আজ ৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৭ কোটি ১৩ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮২টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৬.৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৬০ পয়েন্টে। আগেরদিন সিএএসপিআই কমেছিল ৬২.২৪ পয়েন্ট।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে