ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

এবার সাত বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত

২০২৫ এপ্রিল ২৭ ১৩:১১:০৩
এবার সাত বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত

নিজস্ব প্রতিবেদক : ভালো কাজের আশায় পাচারের শিকার হওয়া সাত বাংলাদেশিকে ভারতে আটক হওয়ার পর দেশে ফেরত পাঠানো হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা যুবকদের পরিচয় জানা গেছে—যশোরের শার্শা উপজেলার যাদবপুর গ্রামের রবিউল ইসলাম ও চালতেবাড়িয়া গ্রামের আলামিন হোসেন, ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নবীনগর এলাকার ফয়সাল, বরিশালের কলাবাড়িয়া গ্রামের মিন্টু বাড়ই, মাদারীপুরের রাজর গ্রামের আয়নাল মাতবর, শরীয়তপুরের দক্ষিণ বিলাসখান গ্রামের রিপন খলিফা এবং নড়াইলের শুকতা গ্রামের শহিদুল শেখ।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিলুল্লাহ জানান, আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এরপর আইনি সহায়তার জন্য বেসরকারি সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের গ্রহণ করবে।

জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল মুহিত হোসেন বলেন, ভালো কাজের প্রলোভনে পড়ে দালালদের মাধ্যমে যুবকেরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেখানে আটক হওয়ার পর মানবাধিকার সংস্থার সহায়তায় তাঁদের দমদম কারাগার থেকে মুক্ত করে আশ্রয়কেন্দ্রে রাখা হয়। পরবর্তীতে দুই দেশের আলোচনার মাধ্যমে তাঁদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে